গৌরীপুরের ইউরিয়া ও নন ইউরিয়া সার পাচার হচ্ছে অন্য উপজেলায় দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২০ কমল সরকার,গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ইউরিয়া, নন ইউরিয়া সার বরাদ্দকৃত সার যাচ্ছে পাশ^বর্তী উপজেলা ও জেলার প্রত্যন্ত অঞ্চলের বাজারগুলোতে। মঙ্গলবার (১১ আগস্ট) গৌরীপুর-বেখৈরহাটি সড়কের হ্যান্ডট্রলি দিয়ে সার পাচারের খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গৌরীপুর-বেখৈরহাটি সড়কে অবাধে ইউরিয়া ও নন ইউরিয়া সার যাচ্ছে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে। গৌরীপুর উপজেলার খুচরা এক সার ব্যবসায়ীর দোকান নাকি কেন্দুয়া উপজেলার ভূইয়ার বাজারে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে হ্যান্ডট্রলি চালক রামগোপালপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে জাসদ মিয়া জানান, তিনি গৌরীপুর পৌরসভার সার ডিলার মোক্তার উদ্দিন চৌধুরীর দোকান থেকে এ সার নিয়ে এসেছেন। এ সার যাবে মাওহা ইউনিয়নের বিষমপুর বাজারের মজলু মিয়ার দোকানে। এদিকে সার ডিলার মোক্তার উদ্দিন জানান, তিনি সার বিক্রি করেছেন অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ বাজারের খুচরো সার ব্যবসায়ী মোঃ দুলাল মিয়ার কাছে। মাওহা ইউনিয়নের বিষমপুরে কার সার যাচ্ছে, তিনি তা জানেন না। মাওহা ইউনিয়নের নির্ধারিত ডিলার বীর মুক্তিযোদ্ধা রতন সরকার জানান, মাওহা ইউনিয়ন অন্যকোন ডিলারের সার আসার কথা নয়। কার সার এসেছে বা কোথায় যাচ্ছে তিনি তা বলতে পারবেন না। লংকাখোলা মোড়ের আব্দুর রশিদ জানান, গৌরীপুরের সার প্রতিদিনই পাচার হচ্ছে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলাসহ পাশ^বর্তী উপজেলাগুলোতে। কৃষি অফিস সূত্রে জানা গেছে, গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের দায়িত্বে সার ডিলার রয়েছে আল আমিন ট্রেডার্স, মাওহা ইউনিয়নে তন্নী মুন্না এন্টারপ্রাইজের আর মোক্তার উদ্দিন চৌধুরী’র দু’টি ডিলারের সার সরবরাহের অধিনে রয়েছে সহনাটী ইউনিয়ন ও গৌরীপুর পৌরসভা। এ ব্যপারে উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার জানান, এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে রাবার ড্যাম স্থাপনে কৃষকের মূখে হাসির ঝিলিক হালুয়াঘাটে কণকণে শীত উপেক্ষা করে বোর আবাদের ধুম গৌরীপুরের ৫০মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প উৎপাদনের প্রস্তুতি প্রায় শেষের দিকে গৌরীপুরে বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে চালাচ্ছে সেচ যন্ত্র ফুলপুরে তরমুজ চাষ করে আশা জাগিয়েছেন চিনের তিন যুবক ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গৌরীপুরের বোরহান উদ্দিন গৌরীপুরে ছাত্রলীগ নেতার নিজ ক্ষেতের ধান বিতরণ গৌরীপুরের ভাষা সৈনিক ডাঃ এম এ সোবাহান এর ৯ম মৃত্যুবার্ষিকী বুধবার হালুয়াঘাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ গৌরীপুরের ভাঙ্গা রাস্তা সংস্কার করেছেন ঢাবি ছাত্রলীগ সভাপতি গৌরীপুরের দরিদ্র বিল্লাল বাদাম বিক্রি করে পড়ালেখা ও সংসারের খরচ যোগাচ্ছে গৌরীপুরের উপসহকারী কৃষি অফিসার মকবুল হোসেন বাবুল আর নেই SHARES Matched Content কৃষি বিষয়: অন্য উপজেলায়ইউরিয়া ও নন ইউরিয়া সারগৌরীপুরেরপাচার হচ্ছে