গাজীপুরে ফোম তৈরির কারখানায় আগুন

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০

নিউজ ডেস্ক : গাজীপুরের পূবাইল এলাকায় একটি ফোম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলের নারায়ণকুল এলাকায় সোমবার রাত সোয়া ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান, খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের একটি, টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ও রাজধানীর উত্তরা ফায়ার সার্ভিসের একটিসহ মোট ৫টি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ১২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।