গাজীপুরে অটোরিকশাসহ তিন ছিনতাইকারী আটক

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১

অনলাইন ডেস্ক : গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রো থানার ভাদুন এলাকা থেকে ছিনতাইকৃত অটোরিকশাসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় অটোরিকশার মালিক মফিজুর রহমান বাদি হয়ে চারজনকে আসামী করে পূবাইল থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃতরা হচ্ছে- ঢাকা জেলার আশুলিয়া থানার দূর্গাপুর গ্রামের মমতাজউদ্দিনের ছেলে সবুজ (২২), নাটোর জেলার সিংগাইর থানার রামনগর গ্রামের ইজাফফর আলীর ছেলে ওবায়দুল হক (২১) ও জামালপুর সদরের চান্দের হাওরা গ্রামের আসাদুল্লার ছেলে শ্যামল মিয়া (২০)।

পূবাইল থানার এসআই সাইফুল ইসলাম জানান, রবিবার রাত সাড়ে ৮টার দিকে যাত্রীবেশে গাজীপুর থেকে পূবাইল কলেজ গেটে আসার পথে অটোচালক সাব্বির (২৩) কে ভাদুন বিলাসারা কালভার্টের ওপর মারপিট করে জোর পূর্বক নামিয়ে দেয়। আহত অটোরিকশা চালক সাব্বিরের ডাক চিৎকারে ভাদুন বাজার এলাকার লোকজন অটোসহ তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশকে সোপর্দ করে। ওই সময় বিল্লাল নামে এক ছিনতাইকারী পালিয়ে যায়। সোমবার আসামিদের আদালতের মাধ্যমে গাজীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।