গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২১

স্টাফ রিপোর্টার : গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক কাঠ মিস্ত্রি নিহত হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর পোড়াবাড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো: হাশেম (৫০) গাইবান্ধার সদর থানার মৃত মোনতাজ মিস্ত্রির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাদিয়া পরিবহনের একটি বাস ময়মনসিংহে দিকে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা হাশেমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। হাশেম গত ২০বছর যাবৎ ওই এলাকার জনৈক মজিবর রহমানের বাড়িতে ভাড়া থেকে কাঠ মিস্ত্রি কাজ করতো।

গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, গাজীপুর চৌরাস্তা থেকে সাদিয়া পরিবহনের একটি বাস ময়মনসিংহের ভালুকার উদ্দেশ্যে যাচ্ছিল। বাসটি পোড়াবাড়ি এলাকায় পৌছলে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা হাশেমকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। এঘটনায় স্থানীয়রা বাসটি আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন আছে।