‘বিট কয়েন’ মূল প্রতারক গাজীপুরে গ্রেপ্তার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১ নিউজ ডেস্কঃ অনলাইনে নিষিদ্ধ ভার্চুয়াল মুদ্রা ‘বিট কয়েন’ ক্রয়-বিক্রয় ও প্রতারণার কারিগর মোঃ রায়হান হোসেন ওরফে রায়হান হোসেনকে (২৯) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর হতে গ্রেপ্তার করেছে র্যাব-১সদস্যরা। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১৯টি ভুয়া জাতীয় পরিচয়পত্র, ২২টি সিম কার্ড, ২৭১টি ব্যাংক একাউন্টের কাগজ জব্দ করা হয়েছে। র্যাব-১ এর উপ-অধিনায়ক গাজী আশিকুর রহমান জানান, গ্রেপ্তার রায়হান নিষিদ্ধ ভার্চুয়াল মুদ্রা ‘বিট কয়েন’ ক্রয়-বিক্রয় ও প্রতারণার আন্তর্জাতিক চক্রের একজন সদস্য। বুধবার দুপুরে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সফিপুর দক্ষিণপাড়াস্থ আতর আলীর ৩য় তলা বাসার নিচ তলায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রায়হান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার আতর আলীর ছেলে। অভিযান চালানোর সময় তার কাছ থেকে ১৯টি ভূয়া জাতীয় পরিচয়পত্র, ২২টি সিম কার্ড, নগদ ২৫ ইউএস ডলারসহ নগদ ১হাজার ২৭৫ টাকা, ১টি কম্পিউটার, ৩টি মোবাইল ফোন, অডি গাড়ী ক্রয়-বিক্রয়ের সনদপত্র, তিনটি ভূয়া চালান বই, ১টি ট্রেড লাইসেন্স, বিভিন্ন ব্যাংকের ৪ টি চেক বই, একটি রেকর্ডিং মাইক্রোফোন ইত্যাদি জব্দ করা হয়েছে। বিট কয়েনের মাধ্যমে প্রতারণা করে অর্জিত অর্থ দিয়ে রায়হান এক কোটি ৭ লাখ টাকা দামের ওডি গাড়ি কিনেছেন। তার মাধ্যমে প্রতারণার শিকার হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। বিট কয়েনের মাধ্যমে সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিয়ে প্রতারনাসহ মানি লন্ডারিং, ক্রেডিট কার্ড হ্যাকিং ও বিপুল অংকের নিষিদ্ধ অনলাইন মুদ্রা বিট কয়েন লেনদেন করেছে। সে ২০২০ সালের জুন মাস হতে তার বিভিন্ন দেশের সহযোগীদের সহায়তায় অদ্যবধি বিট কয়েন- এর মাধ্যমে প্রতারণা ও জালিয়াতি করে বিপুল পরিমাণ অবৈধ অর্থের মালিক হওয়ার কথা স্বীকার করেছে। Share this:FacebookX Related posts: গাজীপুরে ইজ্জত লুটের আসামি আটক থানা হবে অসহায়-নিপীড়িত মানুষের আস্থার প্রতীক : আইজিপি সারাদেশে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে শনিবার সরকারি চাকরিতে অষ্টম গ্রেড বা ওপরের পদেও কোটা থাকবে না শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা হচ্ছে : শিক্ষামন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষায় বসেছে সাড়ে ২০ লাখ শিক্ষার্থী পাপিয়ার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে অনুমোদন হয়নি ঢাকাসহ সারা দেশে এলাকাভিত্তিক লকডাউন করোনা: একদিনে সুস্থ ৩ হাজারেরও বেশি করোনায় একদিনে আড়াই হাজারের বেশি সুস্থ যুগ্ম সচিব পরিচয়ে প্রতারণা,দুই প্রতারক গ্রেফতার শেষপর্যন্ত ভাঙাতেই হচ্ছে কমলাপুর স্টেশন SHARES Matched Content জাতীয় বিষয়: ‘বিট কয়েন’ মূলগাজীপুরেগ্রেপ্তারপ্রতারক