সিলেটে একদিনে সুস্থ হলেন ১৮৭ জন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০ নিউজ ডেস্ক : করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা সিলেট বিভাগে কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮৯ জন। একই সময়ে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১৮৭ জন। টানা তৃতীয় দিনের মতো গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যাননি। নতুন শনাক্ত ৮৯ জনের মধ্যে সিলেট জেলার ৪৮, সুনামগঞ্জের ২৯ ও হবিগঞ্জের ১২ জন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। বুলেটিনে বলা হয়, ১৫ এপ্রিল থেকে ১৪ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ২০৩ জন মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৪৭ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজারে ২০ জন। সোমবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরস শনাক্ত হয়েছে মোট ১১ হাজার ৯৭৮ জনের। এর মধ্যে সিলেট জেলায় ছয় হাজার ৪৩৩, সুনামগঞ্জে দুই হাজার ২৫১, হবিগঞ্জে এক হাজার ৬৭০ ও মৌলভীবাজারে এক হাজার ৬২৪ জন। সিলেট অঞ্চলে করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ১৩৩ জন। এর মধ্যে সিলেটে ৯০, সুনামগঞ্জে আট, হবিগঞ্জে ১৯ ও মৌলভীবাজারে ১৬ জন। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৮৭ জন। এর মধ্যে সিলেটে ৭৩, সুনামগঞ্জে ১৫, হবিগঞ্জে ৬১ ও মৌলভীবাজারে ৩৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন নয় হাজার ১৭০ জন। এর মধ্যে সিলেটে চার হাজার ৭৪৮ সুনামগঞ্জে এক হাজার ৯১৪, হবিগঞ্জে এক হাজার ১৭৯ ও মৌলভীবাজারে এক হাজার ৩২৯ জন। বর্তমানে সিলেট বিভাগে সক্রিয় করোনা রোগী আছেন দুই হাজার ৬০৫ জন। এছাড়া আক্রান্ত ১১ হাজার ৯৭৮ জন রোগীর মধ্যে ২০৩ জন মারা গেছেন এবং নয় হাজার ১৭০ সুস্থ হয়ে উঠেছেন। এ বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হার ৭৫ ভাগ। Share this:FacebookX Related posts: নেত্রকোনায় একদিনে সর্বোচ্চ ৩৪ জন করোনায় শনাক্ত হালুয়াঘাটে একদিনে করোনায় আক্রান্ত-৯, মোট আক্রান্ত ১৯ করোনা: একদিনে সুস্থ ৩ হাজারেরও বেশি করোনায় একদিনে আড়াই হাজারের বেশি সুস্থ ২৪ ঘণ্টায় সুস্থ করোনা রোগীর ৫১ শতাশের বেশি ঢাকা বিভাগে চার আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ১৯ জন এমপিওভুক্ত হচ্ছেন আরও ২০৩২ জন শিক্ষক-কর্মচারী করোনায় মৃত্যুর মিছিলে আরও ২২ জন, নতুন শনাক্ত ১৫৪১ সিলেটে গণধর্ষণ : আসামিদের পক্ষে দাঁড়াননি কোনো আইনজীবী মিরপুরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, ৬ জন গ্রেফতার ঝিনাইদহে সড়ক দূর্ঘটনায় ১০ জন নিহত মাটিরাঙ্গা পৌরসভায় মেয়র-কাউন্সিলর হলেন যারা SHARES Matched Content সারা বাংলা বিষয়: -সিলেটে১৮৭একদিনেজনসুস্থহলেন