চার আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ১৯ জন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২০ নিউজ ডেস্ক :জাতীয় সংসদের শূন্য হওয়া চারটি আসনের উপনির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্তের প্রক্রিয়া হিসেবে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়। বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা-১৮ আসনে পাঁচজন, ঢাকা-৫ আসনে দুজন, সিরাজগঞ্জ-১ আসনে তিনজন এবং নওগাঁ-৬ আসনে প্রার্থী হতে ৯ জন (মোট ১৯ জন) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চারটি উপনির্বাচনে ১৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদের মধ্যে তিনজন ফরম জমা দিয়েছেন। আগামীকাল শুক্রবারও (১১ সেপ্টেম্বর) ফরম বিতরণ ও জমা নেয়া হবে। এর পরদিন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে। জানা গেছে, ঢাকা-১৮ আসনে যুবদলের মহানগর উত্তরের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন, বিএনপি নেতা ইসমাইল হোসেন, হাজি মোস্তফা জামান সেগুন, তরুণ ব্যবসায়ী বাহাউদ্দিন সাদিসহ ছয়জন দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। ঢাকা-৫ আসনে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর নবী উল্লাহ নবী ও বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এবং নওগাঁ-৬ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আনোয়ার হোসেন, মো. আব্দুস শুকুর, এস এম ফারুক জেমস, মাহমুদুল আরেফিন স্বপন, এছাক আলী, আতিকুর রহমান রতন মোল্লা, শেখ মো. রেজাউল ইসলাম, মো. শফিকুল ইসলাম, আবু সাইদ রফিকুল আলম রফিক। এছাড়া সিরাজগঞ্জ-১ আসনে টি এম তহজিবুল রহমান তুষার, নাজমুল হাসান তালুকদার রানা, মো. রবিউল হাসান মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপ্রত্যাশীরা দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাত থেকে এসব ফরম সংগ্রহ করেন। Share this:FacebookX Related posts: ১৯ সেপ্টেম্বর কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের দাবি দিবস পালনের আহ্বান বছরের পর বছর ঝুঁকি নিয়েই বাঁশের সাঁকো পারাপার শপথ গ্রহণ করলেন মহিউদ্দিন, স্মৃতি ও মিলন দেশে কখন কি ঘটে বলা যায় না নওগাঁ-৬ উপ-নির্বাচন: ইসরাফিলের উত্তরসূরি হতে চান সুলতানা পারভীন বিউটি বিএনপিকে স্বাগত জানালেন কাদের বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ চায় বাংলাদেশ ন্যাপ এমসি কলেজের ঘটনায়ও শেখ হাসিনা সরকার কঠোর অবস্থানে পাবনা-৪ আসনে আবারও নির্বাচন দাবি বিএনপির মিরপুরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, ৬ জন গ্রেফতার সাতক্ষীরা জেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা পূর্বধলায় উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা SHARES Matched Content রাজনীতি বিষয়: ১৯চার আসনে বিএনপিরজনমনোনয়নপ্রত্যাশী