ধোবাউড়ার বেহাল দশা রাস্তা পরিদর্শন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০

কামরুল হাসান, ধোবাউড়া ; গতকাল মঙ্গলবার ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান ধোবাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেহাল দশা রাস্তাঘাট পরিদর্শন করেন।

বেলা ১১ টায় জেলা প্রশাসক ধোবাউড়ার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ডেবিট রানা চিসিম ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হন। আলোচনা শেষে তিনি গোয়াতলা, গামারিতলা, পোড়াকান্দুললিয়া, ধোবাউড়া সদর ও বাঘবেড় ইউনিয়নের বেহাল দশা রাস্তাঘাট এবং বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী নূর হোসেন ভ’ইয়া, উপজেলা চেয়ারম্যান ডেবিট রানা চিসিম, উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান, সহকারী কমিশনার (ভ’মি) কাবেরী জালাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল ফজল, থানার অফিসার ইনচার্জ আলী আহাম্মদ মোল্লা, উপজেলা প্রকৌশলী শাহিনুর ফেরদৌস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান এরশাদুল হক. জাকিরুল ইসলাম টুটন, ফজলুল হক ও আনোয়ার হোসেন খান প্রমূখ। পরিদর্শন শেষে বিধস্ত রাস্তাঘাট দ্রুত মেরামতের আশ্বাস দেন।