গৌরীপুরে দরিদ্র ও সুবিধাভোগীদের চাল ফেরতের দাবীতে বিক্ষোভ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, জুন ১, ২০২০ কমল সরকার’গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুরে রোববার (৩১ মে) ৪ বছরের লুটপাটকৃত খাদ্যবান্ধব কর্মসুচীর চাল ফেরত, উপজেলার অচিন্তপুর ইউনিয়নের গাগলা মোড়ের বাজারে ডিলারের দোকান চালুকরণ ও ক্ষতিপূরণের দাবিতে কার্ডধারী দরিদ্র জনগোষ্টী ও এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। খবর পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার বিপ্লব সরকার ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের জানান, গাগলা মোড়ের বাজারে ডিলার সোমবার থেকে চাল বিতরণ শুরু করা হবে। এ সময় তিনি কার্ডধারীদের হাতে গোলাপী রঙের নতুন কার্ড তুলে দিয়েছেন। চাল আত্মাসাতের ঘটনায় রুমন মিয়া নামে একজন ডিলারকে বরখাস্ত করা হয়েছে। চাল চুরির প্রতিবাদ সমাবেশে অচিন্তপুর ইউনিয়নের খালিজুড়ী গ্রামের হেলেনা খাতুন নামের একজন জানান, তার স্বামী ফজলুল হক প্রতিবন্ধী এবং তার ৩ সন্তান মানসিক প্রতিবন্ধী। স্বামী-স্ত্রী দু’জনই ভিক্ষা করে সংসার চালান। ৪বছর পূর্বে তার নামে কার্ড হয়েছিলো। এরপর সেই কার্ড নিয়ে যায় ডিলার দেলোয়ার হোসেন খোকন। এরপরে সে আর চাল পায়নি। চারবছর যাবত সেই চাল তুলে নিয়ে যাচ্ছে কতিপয় লোকজন। এ প্রসঙ্গে ডিলার দেলোয়ার হোসেন খোকন জানান, কার্ডেও বিষয়টি আমার জানা নেই। এখন কার্ড থাকলে চাল পাবেন। সমাবেশে অচিন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদিন জানান, ৪বছরে একেক জন কার্ডধারীর ৬শ কেজি চাল লুট করা হয়েছে। এতে ২৭৯ জনের ১৬৭.৪ টন। সেই চাল ডিলারদের ফেরত দিতে হবে। তার দাবী শুধু ডিলারকে বরখাস্ত করলে হবে না। তিনি বলেন কার্ডধারীদের ক্ষতিপূরণ ও জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এনসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা মোঃ মজিবুর রহমান খান সুমন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ একলাস উদ্দিন প্রমুখ। চার বছর যাবত চাল না পাওয়ায় একই দাবী জানান কয়েড়াদৌলতপুর গ্রামের রেজিয়া খাতুন, চান বানু, ছিলিমপুরের শফিকুল ইসলাম, খালিজুড়ির আব্দুল মান্নান, এমদাদুল হক, আবুল কালাম, সজিব মিয়া, মজিবুর রহমান, ইসমত আলী প্রমুখ। এদিকে উপজেলা প্রশাসনের নিকট দু’দফায় অচিন্তপুর ইউনিয়নের প্রায় ৬শ কার্ডের চাল আত্মাসাতের অভিযোগ করেন এলাকাবাসী। এসব অভিযোগের প্রেক্ষিতে প্রকৃতকার্ডধারীদের হাতে কার্ড পৌঁছে দিতে উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর ও উপজেরা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব সরকার নতুন উদ্যোগ গ্রহণ করেন। এ উদ্যোগে সবুজ রঙের পুরাতন কার্ড বাতিল করে নতুন কার্ড দেয়া হয় ‘গোলাপী রঙের’ । গোলাপী রঙের এ কার্ড সরাসরি কার্ডধারীদের হাতে দেয়া হয়েছে। ফলে ৪বছর যাবত চাল না পাওয়া অভিযোগকারী ছাড়াও বাড়ছে বঞ্চিত মানুষের তালিকা। ক্ষুব্দ হয়ে উঠছেন এলাকাবাসীও। অপরদিকে অভিযোগের প্রেক্ষিতে উপজেলা যুব উন্নয়ন অফিসার নন্দন কুমার দেবনাথকে প্রধান ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ উল্লাহ পারভেজ, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মোঃ আব্দুল মান্নানকে সদস্য করে ওই দিনেই ৩সদস্যের তদন্ত কমিটি গঠন করেন উপজেলা প্রশাসন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অচিন্তপুর ইউনিয়নের ডিলার মোঃ রুমন মিয়াকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিপ্লব সরকার। এছাড়াও এ ইউনিয়নের আরেক ডিলার সেলিম রেজা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। Share this:FacebookX Related posts: গৌরীপুরে ২ হাজার হতদরিদ্রের বাড়িতে খাবার পৌঁছে দিবে এমপি নাজিম গৌরীপুরে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন ছাত্রলীগ-যুবলীগ গৌরীপুরে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রাণ সামগ্রী বিতরণ গৌরীপুরে কর্মহীন দুঃস্থ মানুষের মাঝে বিভিন্ন সংগঠনের ত্রাণ সামগ্রী বিতরণ গৌরীপুরে ঘুরাঘুরি ও দোকান খোলা রাখায় ৫জনকে জরিমানা গৌরীপুরে বিয়ের প্রলোভনে এক সন্তানের জননীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার গৌরীপুরে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন ডা.আমান গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত আহত-২ গৌরীপুরে মাছের আরত ও চাষীপর্যায়ে মৎস্য মেলার উদ্বোধন গৌরীপুরে মাস্ক না পড়ায় ৮হাজার ৬শ টাকা জরিমানা গৌরীপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণ গৌরীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা শুভ্র হত্যা মামলার আসামী কার্জন গ্রেফতার SHARES Matched Content দেশের খবর বিষয়: গৌরীপুরেচাল ফেরতের দাবীতেদরিদ্র ও সুবিধাভোগীদেরবিক্ষোভ