স্কুলশিক্ষিকা স্ত্রীর দেয়া চেক চুরির মামলায় ব্যাংক কর্মকর্তা স্বামী কারাগারে

প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০

অনলাইন ডেস্ক : গত ১০ আগস্ট স্ত্রীর একটি চেক দিয়ে সোনালী ব্যাংক হাটিকুমরুল শাখা থেকে এক লাখ ৪০ হাজার টাকা তুলে নেন ব্যাংক কর্মকর্তা জোবায়ের রহমান। তার স্ত্রী খোঁজ নিয়ে এ তথ্য জানার পর স্বামীর বিরুদ্ধে চেক চুরির মামলা করেন।

জয়পুরহাটের কালাইয়ে এক স্কুলশিক্ষিকার করা চেক চুরির মামলায় তাঁর স্বামী জোবায়ের রহমানকে (৩২) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জোবায়ের রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের সিরাজগঞ্জের জামতৈল বাজার শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা। সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সিআইডির জয়পুরহাট কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার শহীদ সোহরাওয়ার্দী সোমবার দুপুরে এ তথ্য জানান। গ্রেপ্তার জোবায়ের রহমানের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রান্ডিলা-বাহাদুর গ্রামে। তাঁর স্ত্রী খাইরুন নেছার (৩০) বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার বিনইল গ্রামে। তিনি কালাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

মুঠোফোনে টাকা উত্তোলনের বার্তা এলে খাইরুন নেছা ব্যাংকে গিয়ে তাঁর হিসাব নম্বরের স্টেটমেন্ট নেন। তখন তিনি ঘটনাটি জানতে পারেন।

সিআইডি ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চাকরিসূত্রে খাইরুন নেছা কালাইয়ে তাঁর বাবার বাড়ি থাকতেন। গত জানুয়ারিতে তাঁর স্বামী জোবায়ের সেখানে বেড়াতে যান। সিরাজগঞ্জে ফিরে যাওয়ার সময় তিনি খাইরুন নেছার সোনালী ব্যাংকের কালাই শাখার হিসাব নম্বরের ছয়টি চেক নিয়ে যান। এর মধ্যে গত ১০ আগস্ট একটি চেক দিয়ে সোনালী ব্যাংক হাটিকুমরুল শাখা থেকে এক লাখ ৪০ হাজার টাকা তুলে নেন জোবায়ের। মুঠোফোনে টাকা উত্তোলনের বার্তা এলে খাইরুন নেছা ব্যাংকে গিয়ে তাঁর হিসাব নম্বরের স্টেটমেন্ট নেন। তখন তিনি ঘটনাটি জানতে পারেন। এ ঘটনায় খাইরুন নেছা বাদী হয়ে তাঁর স্বামী জোবায়ের রহমানে বিরুদ্ধে ১৪ আগস্ট কালাই থানায় চেক চুরির একটি মামলা করেন।

সিআইডি জানায়, চেক চুরির মামলা হওয়ার পর এর তদন্তের দায়িত্ব পায় সিআইডি। রোববার সিআইডির একটি দল সিরাজগঞ্জ থেকে জোবায়েরকে গ্রেফতার করে। সোমবার তাঁকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।