সরকারি রাস্তা কেটে দখলের অভিযোগ

প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২০

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় সরকারি রাস্তা কেটে ধান রোপণ করে দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পশ্চিম পাড়াগাঁও নামক এলাকায়। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় ২০টি পরিবার।
এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধির কাছে অভিযোগ করেও কোন সুরাহা পায়নি ভুক্তভোগীরা।

জানা যায়, কয়েকটি পরিবার দীর্ঘ ৬০ বছর ধরে ওই এলাকায় বসবাস করেন। উপজেলা সদর বা বাজারে যাতায়াতের এটাই একমাত্র রাস্তা ওই এলাকাবাসীর। গত ২৬ অগাস্ট (মঙ্গলবার) দুপুরে আব্দুল করিম, তার ছেলে বাদল মিয়া, পল্লী চিকিৎসক মজিবুর রহমান তাদের লোকজন নিয়ে চলাচলের ওই রাস্তাটি কেটে ধান রোপণ করে দেয়। এ সময় সাইদুল ইসলাম, হেলাল উদ্দিনসহ কয়েকজন রাস্তা কাটতে বাঁধা দিলে বাদল মিয়া তাদের নানা রকম হুমকি প্রদান করেন।

অভিযুক্ত বাদল সাবেক ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক।

ভুক্তভোগী সাইদুল ইসলাম জানান, ‘আমাদের বাড়ির চলাচলের এটাই একমাত্র রাস্তা। এটি বিআরএস রেকর্ডে সরকারি রাস্তা হিসেবে তালিকাভুক্ত হয়েছে। এ রাস্তা দিয়ে আমরা ৩ পুরুষ ধরে চলাচল করছি। এই সড়ক বাদে চলাচলের আমাদের আর কোনও রাস্তাও নেই। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের জানিয়েও কোন সমাধান পাইনি।’

ভুক্তভোগী হেলাল উদ্দিন নামের এক অটোচালক জানান, অটোরিকশা চালিয়ে আমি জীবিকা নির্বাহ করি। রাস্তাটি কেটে ফেলার পর অটোরিকশা নিয়ে বাড়িতে যেতে পারি না। মানুষের দোকানে চার্জ দিয়ে কোন মতে অটো চালাচ্ছি। রাস্তাটি বন্ধ হওয়াতে আমি খুব বিপদে পড়ে গেছি।

অভিযুক্ত বাদল মিয়া জানান, এটা আমাদের পুরাতন বাড়ির রাস্তা, আমরা এখন ওই বাড়িতে থাকি না। তাই রাস্তা কেটে ফেলেছি।

স্থানীয় ইউপি সদস্য বুলবুল ইসলাম জানান, রাস্তাটি দিয়ে বহু বছর যাবৎ মানুষ চলাচল করছে। রাস্তা কাটাতে তাদের খুব সমস্যা হচ্ছে। স্থানীয় ভাবে বিষয়টি সমাধান করার চেষ্টা করছি। কিন্তু সমাধান হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদস্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’