সেই অসহায় পরিবারের চুরি হওয়া চার গরুর তিনটি উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২০ অনলাইন ডেস্ক : মেয়েদের জমানো বৃত্তি ও টিউশনির টাকায় কেনা পঞ্চগড়ের দিনমজুর আনিসুরের চারটি গরু চুরি হয়ে যায় সম্প্রতি। ঘটনার এক সপ্তাহের মধ্যেই চুরি হওয়া গরুগুলো উদ্ধার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ। বুধবার (২৬ আগস্ট) বিকেলে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বিরাজোত এলাকা থেকে ওই তিনটি গরু উদ্ধার করা হয়। চারটি গরুর তিনটি উদ্ধার হলেও হাসি ফুটেছে দিনমজুর আনিসুর ও তার মেয়েদের মুখে। জানা যায়, আনিসুর রহমানের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নের ঘটবর গ্রামে। পেশায় দিনমজুর আনিসুরের চার মেয়ে সন্তান। মেয়েরা প্রত্যেকেই মেধাবী। তাদের কেউ মেডিকেলে, কেউ প্যারামেডিকেলে আবার কেউ ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছে। প্রায় চার পাঁচ বছর আগে তার বড় দুই মেয়ে আফসানা ও রুমানা নিজেদের শিক্ষাবৃত্তি ও টিউশনির টাকা জমিয়ে তার সাথে পরিবারের কিছু টাকা মিলিয়ে বাবাকে চারটি ছোট ছোট গরু কিনে দেন। আনিসুর গরুগুলো লালন পালন করে বড় করে তুলেছেন। গত ১৮ আগস্ট দিবাগত রাতে চারটি গরুই চুরি করে নিয়ে যায় চোরচক্র। মেয়েদের বৃত্তি ও টিউশনির টাকায় কেনা গরুগুলো চুরি হওয়ায় দিশেহারা হয়ে পড়েন দিনমজুর পরিবারটি। পরদিন পঞ্চগড় সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে একটি মামলা করেন। মামলার পর থেকেই পুলিশ গরুগুলো উদ্ধারের জন্য অভিযানে নামে। বিভিন্ন সোর্স ব্যবহার করে বুধবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বিরাজোত এলাকা থেকে তিনটি গরু উদ্ধার করে। গরুগুলো একটি গাছের সাথে বাঁধা ছিলো। পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাছ আহমদ বলেন, একটি সংঘবন্ধ চোর চক্র গরুগুলো চুরি করে বিক্রির চেষ্টা করছিল। কিন্তু চারপাশে পুলিশের সোর্স থাকায় তারা গরুগুলো বাইরে নিয়ে যেতে পারেনি। তাই আমরা চুরি হওয়া তিনটি গরু উদ্ধার করতে পেরেছি। চোরদের ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। Share this:FacebookX Related posts: আটোয়ারীতে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক সেমিনার গোবিন্দগঞ্জে লম্পট লাজু মিয়ার বিচারের দাবিতে সড়ক অবরোধ রাণীশংকৈলে ঝুঁকিতে সেতু, থামছেই না বালু উত্তোলন রংপুরে দেশীয় চোলাই মদ পান করে চারজনের মৃত্যু বোদায় দু’শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ খাদ্য নিয়ে দরিদ্রদের বাড়ি-বাড়ি ছুটছেন মেয়র টুটুল তিস্তার পানি আবারও বিপদসীমার উপরে পঞ্চগড়ে সবুজপাতা মোবাইল এ্যাপস এর উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী কুড়িগ্রামে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার সোনাহাট স্থলবন্দরে ধর্মঘট চলছে প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন বীরাঙ্গনা জোহরা বেগম বঙ্গবন্ধু নিজেও খেলোয়াড় ছিলেন: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী SHARES Matched Content দেশের খবর বিষয়: চার গরুরচুরি হওয়াতিনটি উদ্ধারসেই অসহায় পরিবারের