চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান ও বরাইগ্রাম থানার পরিদর্শক সুমন করোনায় মৃত্যু

প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, আগস্ট ১৫, ২০২০

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতি সন্তান ও নাটোর জেলার বরাইগ্রাম থানার পরিদর্শক সুমন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। সুমনের বাড়ি জেলার শিবগঞ্জ উপজেলার পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের দৌলতপুর মহল্লায়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা।

পুলিশ সুপার লিটন কুমার বলেন, করোনার সময়ে সাধারণের আইনি সেবা নিশ্চিত করতে গিয়ে ভাইরাসে আক্রান্ত হন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার পর নাটোরে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার স্বাস্থ্যের অবনতি হয়। এর প্রেক্ষিতে তাকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে অবস্থার আরও অবনতি হলে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।