চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে মনির (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মনির উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের জামেরুল ইসলাম এর ছেলে। ১৫ এপ্রিল বুধবার সকাল দশটার দিকে ঘটনাটি ঘটেছে।

এ সময় তার বাবা জামেরুল ইসলাম ও মা মুক্তারা বেগমও আহত হয়েছেন। আহত অবস্থায় তাদেরকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় , বুধবার সকালে শিশুটি মা-বাবার সাথে বাড়ির পাশে একটি আম বাগানে পাতা কুড়াতে যায়। হঠাৎ বজ্রপাতে শিশু মনির মৃত্যুবরণ করে।

এ সময় আহত অবস্থায় তার বাবা-মাকে উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমান জানান, জমিরুল ও মুক্তারা বেগম তেমন গুরুতর নয় তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।