চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৭৫০ পিস ইয়াবাসহ আটক-২

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২০

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচলে ৭৫০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে নাচোল থানা পুলিশ। আটককৃত ব্যক্তিরা হচ্ছেন উপজেলার সদর ইউনিয়নের উত্তর মির্জাপুর গ্রামের মৃত নাঈমুল ইসলাম (৩৮), অপরজন ফতেপুর ইউনিয়নের টাকাহারা গ্রামের আইনুদ্দিনের ছেলে মোঃ শাহজাহান আলী (২৮)।

নাচোল থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, গত সোমবার রাতে ১০টার দিকে, গোপন সংবাদের ভিত্তিতে নাচোল থানার এসআই শিশির এর নেতৃত্বে এসআই সাইফুল, নুরুন্নবী, গোলাম রসুল, মতিন সঙ্গীয় ফোর্সসহ আলিশাপুর গ্রামের পাশ থেকে ৭৫০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। আজ মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।