চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদে বিজিবির ভ্যান, সেলাইমেশিন ও ছাগল বিতরন

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০২০

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি : মুজিব বর্ষ উপলক্ষে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ ডিগ্রি কলেজ মাঠে বিজিবি ৫৯ ব্যাটেলিয়নের উদ্যোগে চার্জার ভ্যান , সেলাই মেশিন এবং ছাগল বিতরন করা হয়েছে।
শনিবার (২৯) সকালে সোনামসজিদ ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় জনপ্রতিধিদের সাথে মতবিনিময় সভায় অসহায় গরীবদের মাঝে এসব বিতরন করা হয়।

বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল তুহিন মাসুদ, ৫৯ বিজিবির অধিনায়ক মাহমুদুল হাসান, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম,শিবগঞ্জের সহকারি কমিশনার (ভূমি) আরিফা সুলতানা এবং শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক সহ অন্যরা। অনুষ্ঠানে ১টি ভ্যান, ২ টি সেলাই মেশিন এবং ৪ টি ছাগল বিতরন করা হয়।