চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাব ও ডিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৩

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২০

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ থেকে : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কর্ণখালী এলাকা থেকে ৫৫ কেজি ওজনের প্রায় ২০টি গাঁজার গাছসহ মাদক ব্যবাসায়ীকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টার দিকে দাইপুকুরিয়া ইউনিয়নের কর্ণখালী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মিজানুর রহমান (৩৯) শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কর্ণখালী গ্রামের আতাহার হোসেনের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ৩ নং দাইপুকুরিয়া ইউনিয়নের কর্ণখালী গ্রামে গাঁজা চাষ করা হচ্ছে। ওই এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি বিশেষ টিম। সেখান থেকে ৫৫ কেজি ওজনের প্রায় ২০টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আটক করা হয় গাঁজা চাষি মিজানুর রহমানকে। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর জানিয়েছে দীর্ঘদিন ধরে এই গাছগুলো চাষ করে বাইরে বিক্রি করে আসছে।

অপরদিকে, চাঁপাইনবাবগঞ্জের বিভিন্নস্থানে মাদকবিরোধী অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় ও গোয়েন্দা শাখার ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদারের নেতৃত্বে এসআই অনুপ কুমার সরকার, এসআই মশিউর রহমানসহ সঙ্গীয় ফোর্স পৃথক অভিযানগুলো চালায়। ৩০ সেপ্টেম্বর বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাদিনগরে ৬৫ বোতল ফেন্সিডিলসহ জুয়েল রানাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামি শিবগঞ্জ উপজেলার হাদিনগর নদীর ধার গ্রামের বশির আলীর ছেলে।

একইদিন রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন বিশ্বরোড মোড় থেকে ২ কেজি গাঁজাসহ আসাদুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি শিবগঞ্জ উপজেলার রসুনচক, আই বিশ্বাসের টোলা গ্রামের মৃত রাজিবুল ইসলাম এর ছেলে। ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ পৃথক ব্যবস্থা গ্রহণ শেষে আসামীদের কারাগারে প্রেরণ করা হয়েছে।