চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুতুল নামে এক গৃহবধূর লাশ উদ্ধার

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট পুকুরিয়া থেকে কামরুন নাহার পুতুল (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহত পতুলের মামা রুবেল।
তিনি আরো জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। লাশের হাতে সিগারেটের ছ্যাকা দেয়া হয়েছে। এ ছাড়াও গলায় কালো দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে শক্ত তার দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে সিড়ি ঘরে দড়িতে লাশ ঝুলিয়ে দেয়া হয়। শশুর বাড়ির লোকজন পুলিশে খবর না দিয়ে লাশ শিবগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলে জানিয়েছেন রুবেল।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আতিকুল ইসলাম জানান, কানসাট পুকুরিয়া থেকে বেনাউল ইসলামের ছেলে ও চঞ্চল এর স্ত্রী ছিলো পুতুল। পুতুলের আগেও বিয়ে হয়েছিল। একটি ৩ বছরের মেয়েও আছে। আগের স্বামীর সাথে ছাড়াছাড়ির পর চঞ্চলকে বিয়ে করে পুতুল। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।