বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ্য ২৫ জন

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২০

অনলাইন ডেস্ক : নওগাঁর আত্রাইয়ে বিয়ে বাড়ির খাবার খেয়ে বরযাত্রী, কনের আত্মীয় স্বজনসহ অন্তত ২৫ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার উপজেলার পাঁচুপুর ইউনিয়নের ধুলাউড়ি গ্রামে কনে বাড়িতে রাতের খাবার খাবার পর এ ঘটনা ঘটে। চিকিৎসকরা জানিয়েছেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে পেটের পীড়ায় আক্রান্ত হয়েছেন তারা।

স্থানীয়রা জানায়, উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের দাড়িয়াগাঁথী গ্রামের আব্দুল মান্নানের ছেলের সঙ্গে পাঁচুপুর ইউনিয়নের ধুলাউড়ী গ্রামের আমজাদ হোসেনের মেয়ের বিয়ে মঙ্গলবার বিকেলে সম্পন্ন হয়। রাতে খাওয়ার পর অনেকেরই পেটে ব্যথা শুরু হয়। এভাবে পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত একে একে ২৫ জন ভর্তি হন।

হাসপাতালে ভর্তি অসুস্থ মেয়ের চাচা ওয়াহেদ বলেন, মঙ্গলবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে পেটে ব্যথা নিয়ে টয়লেটে গেলে পাতলা পায়খানা হয়। অবস্থার অবনতি হলে আমাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রোখসানা হ্যাপি বলেন, খাদ্যে বিষক্রিয়া থেকে এমন সমস্যা হয়েছে। সবাইকে যথাযথভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।