বগুড়ায় গভীর রাতে গোলাগুলি, মাদক ব্যবসায়ী নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০ নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় গভীর রাতে গোলাগুলির ঘটনায় এক মাদক ও অস্ত্র ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টায় শহরের নুরানি মোড় সংলগ্ন নিশিন্দারা চকোরপাড়া জাহিদ মেটালের ইউক্যালিপটাস বাগানে এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন শেখ ওরফে রাব্বি ওরফে গরু রাব্বি (৩৭) শহরের সুলতানগঞ্জ পাড়া (ঘোনপাড়া) এলাকার বাসিন্দা। অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোলাগুলির শব্দে ঘটনাস্থলে উপস্থিত হন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী, সদরের ওসি হুমায়ুন কবির, ইন্সপেক্টর (তদন্ত) রেজাউল করিম রেজাসহ পুলিশের একাধিক টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে গোলাগুলির সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। কিন্তু ঘটনাস্থলে গিয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, পরে নিহত ব্যক্তিকে আল আমিন শেখ রাব্বি ওরফে গরু রাব্বি (৩৭) হিসেবে শনাক্ত করে পুলিশ। থানার রেকর্ড পর্যালোচনা করে তার নামে খুন, অস্ত্র, মাদক, হত্যাচেষ্টা ও বিশেষ ক্ষমতা আইনে মোট ৭টি মামলার রেকর্ড পাওয়া যায়। সে এলাকায় অস্ত্রবাজ এবং মাদক ব্যবসায়ী হিসেবে কুখ্যাত ছিল। অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড তাজা গুলি ও ৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বগুড়া সদর থানায় মামলা হয়েছে। Share this:FacebookX Related posts: বগুড়ায় ট্রাকচাপায় এইচএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩ বগুড়ায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ বগুড়ায় পরকীয়ার জেরে যুবক খুন, বাবা-মেয়ে গ্রেপ্তার বগুড়ায় করোনা প্রতিরোধে পুলিশের সভা বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বগুড়ায় ১০ টাকা কেজির ৫০ বস্তা চালসহ এক ব্যক্তি আটক বগুড়ায় ধান কাটার উৎসব চলছে বগুড়ায় আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ বগুড়ায় পিকআপ চাপায় নিহত ২ বগুড়ায় আরও ১০৯ জন করোনায় আক্রান্ত বগুড়ায় নতুন করে ৫০ জন করোনায় আক্রান্ত বগুড়ায় ১০ জুয়াড়ীর কারাদন্ড SHARES Matched Content দেশের খবর বিষয়: গভীর রাতেগোলাগুলিবগুড়ায়মাদক ব্যবসায়ী নিহত