পদ্মা ও আড়িয়াল খা পানি বৃদ্ধির সঙ্গে চলছে নদীর ভাঙন

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০

নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরের শিবচরে পদ্মা ও আড়িয়াল খা নদীর পানি বৃদ্ধি স্থিতিশীল অবস্থায় থাকলেও বিপদসীমার ৬০ সে:মি: উপর প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে।

কাঠালবাড়ী চরজানাজাত পশ্চিম বন্দরখোলা সন্নাসীরচর বহেরাতলা নিলুখী এলাকার বেশকিছু নিচু এলাকা বন্যার পানি বৃদ্ধিতে প্লাবিত হওয়ার পাশাপাশি ওই সব এলাকায় চলছে নদী ভাঙ্গন।

এদিকে কালকিনি উপজেলার আড়িয়াল খা ও পালরদী নদীর পানি বৃদ্ধি পেয়ে পূর্ব এনায়েতনগর, বাশিগাড়ী সাহেবরামপুরের বেশ কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকায়ও চলছে নদী ভাঙ্গন। রাজৈর উপজেলার গোয়াল বাথান এলাকায় কুমার নদীর পানি বৃদ্ধিতে চলছে নদী ভাঙ্গন। ইতিমধ্যে দুই শতাধিক পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে।