আষাঢ়েও দেখা নেই ইলিশের দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০ অনলাইন ডেস্ক : আষাঢ় মাস প্রায় শেষের দিকে। কিন্তু ইলিশ মাছের তেমন দেখা মেলেনি এখনও। বরফ কুঁচির উপরে রাখা গোটা কয়েক ইলিশ। মাছি এসে বসলে তাড়িয়ে দিচ্ছেন ভোলার চরফ্যাশন বাজারের মাছ ব্যবসায়ী শাহজাহান। চকচকে আঁশের টানে এগিয়ে আসছেন দু-একজন ক্রেতা। কিন্তু দাম শুনে ছিটকে যাচ্ছেন। এমনই একজন ক্রেতা হাজী গিয়াস হাওলাদার বলেন, ‘বাজারে এলে মন ইলিশের খোঁজে ফেরে। কিন্তু যা দাম। কবে যে সাধ্যের মধ্যে তার দেখা পাব কে জানে?’ আষাঢ় মাস ফুরিয়ে গেলেও তেমন ভাবে দেখা নেই ইলিশের। প্রতি বছরের মতো এবারও চরফ্যাশনের মেঘনা নদীতে ইলিশের খোঁজে বেড়িয়ে পড়েছেন জেলেরা। কিন্তু আশানরূপ ইলিশ জালে পড়েনি। ফলে, অন্য বছর যেখানে এই সময় বাজার নানা মাপের ইলিশে ছেয়ে যেত। এ বছর ছবিটা কার্যত উল্টো। ব্যবসায়ী শাহজাহান বলেন, ‘অন্য বছর এই সময় ইলিশের ব্যাপক আমদানি হয়। ফলে দাম অনেক কম থাকে।’ আরেক মাছ ব্যবসায়ী বশির হালদার বলেন, ‘প্রতি বছর এই সময়টা ইলিশ বিক্রি করে কিছু লাভের মুখ দেখি। কিন্তু এবার মন্দা চলছে।’ কেন এই হাল? মাছের ব্যবসায়ীরা বলছেন, প্রধান কারণ হল বর্ষা। যে বৃষ্টিতে ইলিশ সমুদ্র ছেড়ে নদীতে আসে সেই বৃষ্টি এখনও সেভাবে হয়নি। ফলে জালে ইলিশ খুবই কম ধরা পড়ছে। চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন জানান, জলবায়ু পরিবর্তনের কারণে সাগর থেকে ইলিশ নদীতে আসতে দেরি হচ্ছে । ইলিশের জন্য প্রয়োজন ঝিরিঝিরি বৃষ্টি আর পূবালী হাওয়া। এখনও পর্যন্ত যার দেখা নেই। আর সেই কারণেই দেখা নেই রুপালী ইলিশের। তিনি আরও জানান, ইলিশের মৌসুম শুরু হয়ে গেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইলিশের মৌসুম কিছুটা বিলম্বে আসছে। কিন্তু অনুকূল পরিবেশ তৈরি না হওয়ায় মিষ্টি জলে ইলিশ ঢুকতে পারছে না। এটাও একটা কারণ। তবে আগস্ট মাসের মাঝামাঝি সময় কাংখিত ইলিশের দেখা মিলবে। Share this:FacebookX Related posts: বাউফলে ১০ মন ইলিশের পোনা জব্দ আগৈলঝাড়ায় আগাম বোরো চাষে ব্যস্ত চাষিরা বরিশাল সড়কে মুক্তিযুদ্ধার মৃত্যু মির্জাগঞ্জে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সহাস্রাধিক শিক্ষার্থীদের শপথ বাউফলে মাস্ক কেনার হিড়িক পটুয়াখালীতে ঘূর্ণিঝড় আম্পানে নিহত দুই, বেড়িবাঁধ ভেঙে প্লাবিত ১৭ গ্রাম পিরোজপুরে বিসিএস ক্যাডার ফোরামের ঈদ উপহার বিতরণ বরিশালে নতুন করে ২৭ জন করোনায় আক্রান্ত বাউফলে যুবলীগ নেতা হত্যাকান্ডের অন্যতম আসামী সাইমুন গ্রেফতার মির্জাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু কুয়াকাটায় সাবমেরিন ক্যাবল কাটায় পৌর মেয়রের ভাইসহ গ্রেফতার ২ মির্জাগঞ্জের বাজার সড়ক যেন ছোট নদী চলাচলে দুভোগ SHARES Matched Content দেশের খবর বিষয়: আষাঢ়েওইলিশেরদেখা নেই