সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০ অনলাইন ডেস্ক : গত কয়েক দিনের প্রবল বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনা নদীতে পানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৗশলী মোঃ, মাহবুবুর রহমান জানান, যমুনা নদীর পানি ২৪ ঘন্টায় ৩৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিকাল ৩টা পর্যন্ত বিপদসীমার ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলে চালুয়াবাড়ী, কর্নিবাড়ী, কুতুবপুর, চন্দনবাইশা, কাজলা কামালপুর ও সারিয়াকান্দি সদর ইউনিয়নের নিম্নাঞ্চলেরপাট, ধানসহ ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। চরাঞ্চলের অনেক মানুষ সারিয়াকান্দি বন্যা নিয়ন্ত্রন বাধে আশ্রয় নিয়েছে। রোববার (২৮ জুন) সকাল ১১টায় বগুড়া জেলা প্রশাসক ফযেজ আহাম্মদ ও সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো: রাসেল মিয়া বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। চালুয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী জানান,পানি বৃদ্ধির ফলে ওই ইউনিয়নে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কবলে পড়ায় ইতোমধ্যে ৪ শতাধিক বাড়ীঘর অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে, এছাড়াও বহুলাডাঙা কমিউনিটি ক্লিনিক, আাউচারপাড়া প্রাথমিক বিদ্যালয় ও কাকালিহাতা জামে মসজিদ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। রবিবার দুপুরে সারিয়াকান্দি উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: রাসেল মিয়ার সভাপতিত্বে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বন্যা পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় সরকারী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। Share this:FacebookX Related posts: রাণীনগর মহিলা অনার্স কলেজে ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবীন বরণ সরকার যে বেতন দেয়, তার বাইরে হাত পাতানোর দরকার পড়ে না-খাদ্যমন্ত্রী গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাব শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ বড়াইগ্রামে বিভিন্ন আয়োজনে মুজিব বর্ষের প্রথম দিন উদযাপিত আত্রাইয়ে ফেনসিডিলসহ এক ব্যবসায়ী আটক চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদে বিজিবির ভ্যান, সেলাইমেশিন ও ছাগল বিতরন নওগাঁর পাহাড়পুরে বিশ্ববিদ্যালয় পুনঃ প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন বাড়তি ধান-চাল সংরক্ষণ, মিল মালিককে জরিমানা পাবনা-৪ আসনের উপনির্বাচন তিনজন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল নওগাঁয় এলজিএসপির রাস্তার কাজে অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জের ৩ থানার ওসিকে বদলি নওগাঁ-৬ উপ-নির্বাচন: ইসরাফিলের উত্তরসূরি হতে চান সুলতানা পারভীন বিউটি SHARES Matched Content দেশের খবর বিষয়: পয়েন্টেপ্রবাহিতযমুনার পানি ৩৯ সেন্টিমিটার ওপর দিয়েসারিয়াকান্দি