করোনার সংকটে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছে: ডা. জাফরুল্লাহ

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০

অনলাইন ডেস্ক : করোনার সংকটে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। বৃহস্পতিবার ধানমণ্ডি গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহ চৌধুরীর করোনা থেকে রোগ মুক্তি হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
এসময় করোনা চিকিৎসায় সরকারের পদক্ষেপ যথাযথ নয় বলেও মন্তব্য করেন তিনি।

ডা. জাফরুল্লাহ বলেন, করোনার পিক টাইম আসবে এ মাসের শেষে বা আগামী (জুলাই) মাসে। করোনা মোকাবেলায় সরকারের কোন চিন্তাভাবনা নেই। সরকার একটি অন্ধকার ঘরে কালো বিড়াল খুঁজে বেড়াচ্ছে। আর করোনার মূল প্রবাহ এখনো আসেনি। আসবে এ মাসের পরে। যখন গ্রামগঞ্জে ছড়িয়ে পরবে।

ডা. জাফরুল্লাহ বলেন, জাতীয় ঔষধ নীতির নিয়ম বদলালে ঔষুধের দাম অর্ধেক হবে। এজন্য সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা দরকার। আর এটা জনগণের দাবি উঠানো ছাড়া সম্ভব না। এর পরিবর্তনের জন্য জনগণের পক্ষ থেকে আওয়াজ আসতে হবে।

তিনি জানান, তার করোনা চিকিৎসায় সাড়ে ৩ লাখ টাকা খরচ হয়েছে। ৮২ হাজার লিটার অক্সিজেন কনজ্যুইম করেন তিনি। তার ফুসফুসে ৮০ ভাগ নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলো।

এসময় গণস্বাস্থ্য কেন্দ্রের উপাচার্য ও কিট প্রকল্পের সমন্বয়কারী ডা. মু‌হিব উল্লাহ খোন্দকার জানান, গণস্বাস্থ্য কেন্দ্রের কিটের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) মূল্যায়ন কমিটির প্রতিবেদন ঔষধ প্রশাসন অধিদপ্তরে পাঠানো হয়েছে। ৪ টি চিঠি পাঠানো হয়েছে, হ্যাঁ বা না কোন ধরনের উত্তর নেই। আগামী সপ্তাহের মধ্যে কোন কিছু জানানো যেতে পারে বলে জানিয়েছে ঔষধ প্রশাসন।