কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, জুন ২১, ২০২০ অনলাইন ডেস্ক : ভোলায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে ৪ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ দিঘলদী ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম প্রবীর মাঝি (৩৭)। এ ঘটনার সঙ্গে জড়িত আব্বাস উদ্দীন নামে একজনকে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। স্থানীয় ব্যবসায়ী, পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, প্রতিদিনের মতো ঔষধ ব্যবসায়ী প্রবীর বটতলা এলাকায় তার ঔষধের দোকান বন্ধ করে ছোট ভাই সজিবকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথে দুর্বৃত্তরা রাস্তায় গাছ ফেলে তাদের গতিরোধ করে। কিছু বুঝে উঠার আগেই দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালিয়ে সঙ্গে থাকা ৪ লক্ষ টাকা ও প্রায় ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রবীরকে মৃত ঘোষণা করেন। সজিব গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে পুলিশ চিহ্নিত করতে সক্ষম হয়েছে। এর মধ্যে একজনকে স্থানীয়রা গণধোলাই দিলে পুলিশ সেখান থেকে তাকে আটক করে। বাকিদের ধরতে পুলিশের অভিযান চলছে। এছাড়া ঘটনাস্থল থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। Share this:FacebookX Related posts: ১৩ বছর পর সেই খলিল আটক ঝালকাঠির শীতলপাটি সমবায় সমিতির সদস্যদের সাথে রেঞ্জ ডিআইজির মতবিনিময় মির্জাগঞ্জে ভাইস-চেয়ারম্যানকে পিটালো ছাত্রলীগনেতা মির্জাগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তি ও তার স্ত্রীর রিপোর্ট পজিটিভ মির্জাগঞ্জে চোরাই মালামালসহ আটক-২ পুকুরে গোসল করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু মির্জাগঞ্জে স্কুল শিক্ষক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ আক্রান্ত-৪ কুয়াকাটায় অর্ধগলিত লাশ উদ্ধার মির্জাগঞ্জে বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বরিশালে বিষ প্রয়োগে খামারের ১১০টি হাঁস নিধন বরিশালে কাভার্ডভ্যান-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ৬ যাত্রী নিহত ভোলার দুই পৌরসভায় নৌকার জয় SHARES Matched Content দেশের খবর বিষয়: কুপিয়ে হত্যা করেব্যবসায়ীর টাকা ছিনতাই