“বাসের ভাড়া বৃদ্ধি মানুষের জন্য মড়ার উপর খাড়ার ঘাঁ” দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, জুন ৩, ২০২০ অনলাইন ডেস্ক : নওগাঁ জেলা সিপিবি সভাপতি কমরেড মহসীন রেজা বলেছেন, ‘সরকার বলেছে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলবে অর্থাৎ ৫০% সীট খালি রাখবে। কিন্তু অতীত অভিজ্ঞতা বলে যে সরকার, প্রশাসন, বিআরটিএ ফিটনেসবিহীন গাড়ি চলাচলে ও লাইসেন্সবিহীন চালকের গাড়ি চালানো বন্ধ করতে পারেনি। তারা কিভাবে স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালাবে তা বোধগম্য না।’ বুধবার নওগাঁ শহরের ব্রীজের মোড়ে আয়োজিত জোটের বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালনের সময় তিনি এসব কথা বলেন। জেলা সিপিবি সভাপতি বলেন, ‘তার ওপর সম্পূর্ণ অযৌক্তি ও অন্যায় ভাবে একতরফা মালিকদের স্বার্থ রক্ষায় বাসের ভাড়া ৮০% বৃদ্ধি করার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা কর্মহীন ও বেকার হয়ে পড়াসহ করোনায় বিপর্যস্ত সাধারণ মানুষের জন্য মড়ার ওপর খাড়ার ঘাঁ।’ সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড শফিকুল ইসলাম বলেন, ‘বাসের ভাড়া পূর্বেই যা বৃদ্ধি করা হয়েছিল সেটাই ছিল অযৌক্তিক। সেই সময়ও জনগণ তা মানেনি। তিনি নতুন করে বাস ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানাই।’ তিনি বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এক তৃতীয়াংশে নেমে আসার পরও আমাদের দেশে তেলের দাম কমানো হয়নি। ফলে জ্বালানির দাম কমালে ভাড়া বৃদ্ধির প্রয়োজন হবে না।’ বাসদ সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল বাসের ভাড়া বৃদ্ধি না করে বিভিন্ন সড়কে সরকারি টোল আদায় বন্ধ, পেট্রোল ও ডিজেলের দাম কমানোর দাবি করেন। তিনি বলেন, ‘তারপরও যদি মনে করেন বাস মালিকদের ক্ষতি হবে তাহলে পোষাক খাতসহ অন্যখাতে যেমন প্রণোদনা দেয়া হয়েছে তেমন প্রণোদনা বা ভর্তুকী সরকারের পক্ষ থেকে দেয়া হোক। কোন মতেই জনগণের ওপর মূল্য বৃদ্ধির বোঝা চাপানো যাবে না।’ মানববন্ধন-বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও নওগাঁ জেলা সিপিবি সভাপতি কমরেড অ্যাডভোকেট মহসীন রেজা। সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড শফিকুল ইসলাম, বাসদ জেলা সমন্বয়ক কমরেড জয়নাল আবেদীন মুকুল, সিপিবির সাবেক সভাপতি কমরেড আমি শফিকুল প্রদ্যুত ফৌজদার, সিপিবি নওগাঁ সদর উপজেলা সাধারণ সম্পাদক আলীমুর রেজা রানা, জেলা যুব ইউনিয়নের আহ্বায়ক মোমিনুল ইসলাম স্বপন প্রমূখ। Share this:FacebookX Related posts: রাণীনগর মহিলা অনার্স কলেজে ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবীন বরণ সরকার যে বেতন দেয়, তার বাইরে হাত পাতানোর দরকার পড়ে না-খাদ্যমন্ত্রী গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাব শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ বড়াইগ্রামে বিভিন্ন আয়োজনে মুজিব বর্ষের প্রথম দিন উদযাপিত বগুড়ায় পিকআপ চাপায় নিহত ২ পুলিশ সুপারের উদারতায় ঠাঁই পেলো শিশুটি আত্রাইয়ে দুই বছরেও মেলেনি বিদুৎ : ২৬ পরিবারের মাঝে হতাশার ছাপ আত্রাইয়ে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৪ লাখ টাকার মাছ নিধন চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদে বিজিবির ভ্যান, সেলাইমেশিন ও ছাগল বিতরন নওগাঁর পাহাড়পুরে বিশ্ববিদ্যালয় পুনঃ প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন বাড়তি ধান-চাল সংরক্ষণ, মিল মালিককে জরিমানা পাবনা-৪ আসনের উপনির্বাচন তিনজন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল SHARES Matched Content দেশের খবর বিষয়: “বাসের ভাড়া বৃদ্ধিমড়ার উপর খাড়ার ঘাঁ”মানুষের জন্য