ট্রলির ধাক্কায় অটোরিকসা যাত্রীর মৃত্যু আহত ৩

প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, মে ২৭, ২০২০

অনলাইন ডেস্ক : ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ব্যাংকের হাট এলাকায় একটি মালবাহী কাঁকড়া ট্রলির ধাক্কায় অটোরিকসা যাত্রী মোঃ সোহেল (১০) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত সোহেল উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বারোতারিখ এলাকার মোঃ জামাল মাস্টারের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিন যাত্রী। তারা হলেন- লাইজু (৩০), শিল্পী (৩০) ও মেঘলা (৫)। মঙ্গলবার বিকেলে ব্যাংকেরহাট কলেজের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, যাত্রীবাহী একটি অটোরিকসা ভেদুরিয়া ইউনিয়নের বারোতারিখ এলাকা থেকে ভেলুমিয়া যাচ্ছিলো। পথে ব্যাংকের হাট কলেজের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মালবোঝাই কাঁকড়া ট্রলি অটোটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোতে থাকা সোহেল নামের এক শিশুর মৃত্যু হয়। এসময় অটোরিকসায় থাকা আরো তিন যাত্রী গুরুতর আহত হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ও আহতদেরকে ভোলা সদর হাসপাতালে পাঠায়।

ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. সমেছ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিশুর লাশ জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।