মানিকগঞ্জের বড়ইচড়া গ্রাম লকডাউন মুক্ত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০ অনলাইন ডেস্ক : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বড়ইচড়া গ্রামটি লকডাউন মুক্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে গ্রামটি লকডাউন মুক্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াসমিন জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে নিকগঞ্জের হরিরামপুর উপজেলার কৌচা-বড়ইচড়া গ্রামটি লকডাউন মুক্ত ঘোষণা করা হয়েছে। তবে গ্রামটির সবাইকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। এর আগে গত রোরবার সকাল ১০টার দিকে ওই গ্রামের সুচিত্রা (৩২) নামে এক নারী জ্বর-সর্দি নিয়ে মানিকগঞ্জ সদরের মুন্নু হাসপাতালে মারা যান। পরে তার নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। ওই সময় উপজেলা প্রশাসন পূর্ব সর্তকতা হিসেবে গ্রামটি লকডাউন ঘোষণা করে। তবে সোমবার রাতে সুচিত্রার রিপোর্ট নেগেটিভ এলে গ্রামটিকে আজ সকাল থেকে লকডাউন মুক্ত ঘোষণা করে উপজেলা প্রশাসন। তবে ওই পরিবারটিকে কোয়ারেন্টাইনে রাখা হবে বলে জানান ইউএনও সাবিনা ইয়াসমিন। Share this:FacebookX Related posts: মানিকগঞ্জের অসহায় মানুষ ও কৃষকদের পাশে ৯ পদাতিক ডিভিশন আজ রাত থেকে মানিকগঞ্জের ৭ এলাকা লকডাউন মানিকগঞ্জের সিংগাইরে বজ্রপাতে যুবকের মৃত্যু টিকা নিলেন মানিকগঞ্জের ডিসি-এসপি-সিভিল সার্জন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯টি স্বর্ণের বারসহ আটক-১ টাঙ্গাইলে তিন স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২ টাঙ্গাইলে ৩ স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় দুজনের দায় স্বীকার মুকসুদপুরে খাদ্যসামগ্রী বিতরণ রূপগঞ্জে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নমুনা সংগ্রহ ও ঔষধ বিতরণ মানিকগঞ্জে দগ্ধ গৃহবধূর ঢাকায় মৃত্যু সন্ধ্যার পর হাতিরঝিলে প্রবেশ নিষেধ জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা সম্পাদক ইলিয়াস SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: বড়ইচড়া গ্রামমানিকগঞ্জেরলকডাউন মুক্ত