পারিবারিক কলহের জের ধরে ৩ জনকে হত্যা

প্রকাশিত: ১:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

অনলাইন ডেস্ক : নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জের ধরে ৩ জনকে হত্যা করেছেন এক ব্যক্তি। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।রোববার ভোর ৪টার দিকে উপজেলার কুমরাদী গ্রামের তাজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ইছাখালী গ্রামের কাঠমিস্ত্রী বাদল মিয়ার স্ত্রী নাজমা বেগম (৫০), বাড়িওয়ালা তাজুল ইসলাম (৭০) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৬০)।

আহতরা হলেন, বাড়িওয়ালার মেয়ে কুলসুম (২০) ও বাদলের ছেলে সোহাগ (১০)।

জানা গেছে, ওই বাড়ির ভাড়াটিয়া কাঠমিস্ত্রী বাদল মিয়া পারিবারিক কলহের জের ধরে ভোরে তার স্ত্রীকে মারছিলো। এ সময় বাঁধা দেয়ায় বাড়িওয়ালা তাজুল ইসলাম ও তার স্ত্রী মনোয়ারা বেগম, মেয়ে কুলসুম, বাদলের স্ত্রী নাজমা, ছেলে সোহাগকে ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করে। এদের মধ্যে বাদলের স্ত্রী নাজমা এবং বাড়ির মালিকের স্ত্রী মনোয়ারা বেগম ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আশপাশের লোকজন দৌঁড়ে এসে বাড়ির মালিক তাজুল ইসলাম, তার মেয়ে কুলসুম ও বাদলের ছেলে সোহাগকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে বাড়ির মালিক তাজুল ইসলাম মারা যান।

খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত মনোয়ারা ও নাজমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

শিবপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, এ ঘটনায় বাদলকে আটক করা হয়েছে।