মানিকগঞ্জে মাদক কারবারির কারাদন্ড

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জে হেরোইন সংরক্ষণ ও সেবনের দায়ে এক মাদক কারবারিকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত নূর মোহাম্মদ (৩৮) সদর উপজেলার পশ্চিম বান্দুটিয়া এলাকার শাহাদত হোসেন সাধুর ছেলে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেনের আদালতে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা পরিদর্শক সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম বান্দুটিয়া এলাকায় অভিযান চালিয়ে নূর মোহাম্মদকে তিন গ্রাম হেরোইনসহ আটক করা হয়। হেরোইন সংরক্ষণ করার দায়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।