ধামরাই পৌরসভায় আ.লীগ প্রার্থীর পুনরায় জয়

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০

অনলাইন ডেস্ক : ঢাকার ধামরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র গোলাম কবির পুনরায় জয় লাভ করেছেন।

তিনি ২৩ হাজার ১১০ ভোট পেয়ে পুনরায় বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপির প্রার্থী দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু (ধানের শীষ) পেয়েছেন ১ হাজার ৫শ ৩ ভোট।

ইসলামী আন্দোলনের প্রার্থী মুহাম্মদ শওকত আলী (হাত পাখা) পেয়েছেন ২৭২ভোট। বিএনপির প্রার্থীর চেয়ে ২১ হাজার ৬০৭ ভোট বেশি পেয়ে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন।