কিশোরগঞ্জে ভয়াবহ সংঘর্ষে একজন নিহত, ৩০ বাড়িতে ভাংচুর-আগুন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, মে ১১, ২০২০ অনলাইন ডেস্ক : কিশোরগঞ্জের লতিবপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। প্রায় তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষে প্রতিপক্ষের অন্তত ৩০টি বসতঘরে ব্যাপক হামলা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। রোববার (১০ মে) বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের লতিবপুর শ্রীমন্তপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল ও ফাঁকা গুলি করে। প্রায় তিন ঘণ্টা পর পুলিশ ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, শ্রীমন্তপুর গ্রামের রইছ মেম্বারের সাথে একই এলাকার পারভেজের জমি নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে রোববার সকালে দুই পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। বিকেলে আবারও দুই পক্ষ দেশিয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ ক’জন আহত হয়। তাদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় একই এলাকার নূরুল ইসলাম নামে এক পথচারী। এক পর্যায়ে গ্রামের মাইকে নূরুল ইসলাম মারা গেছে বলে ঘোষণা দেয়া হলে পুরো গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নূরুল ইসলামকে নিজেদের লোক দাবি করে গ্রামের একটি পক্ষ শ্রীমন্তপুর এলাকায় অন্তত ৩০টি বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট শেষে আগুন লাগিয়ে দেয়। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোবারক হোসেন জানান, খবর পেয়ে কিশোরগঞ্জ, তাড়াইল ও ময়মনসিংহের নান্দাইল থেকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর পর কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ারের নেতৃত্বে বিপুল পরিমাণ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এ দিকে ঘরবাড়িসহ সহায়-সম্বল হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলা খোলা আকাশের নিচে অবস্থান করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। Share this:FacebookX Related posts: কিশোরগঞ্জে ৪ বোতল মদসহ আটক-২ কিশোরগঞ্জে ৪৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কিশোরগঞ্জে ফেন্সিডিল ও গাঁজা’সহ ২ মাদক ব্যবসায়ী আটক কিশোরগঞ্জে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক কিশোরগঞ্জে ১৯৫ পিসইয়াবা’সহ মাদক ব্যবসায়ী আটক কিশোরগঞ্জে ৩৭ কেজি গাঁজা, জাল টাকা ও ইয়াবাসহ মাদকের গডফাদার আটক কিশোরগঞ্জে চোলাই মদসহ ২৪জন মাদক বিক্রয় ও সেবনকারীকে সাজা কিশোরগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে ঘর পেলেন ৪৪ জন কিশোরগঞ্জে ৩৫ হাজার পরিবারকে মানবিক খাদ্য সহায়তা কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৮৩ জন কিশোরগঞ্জে করোনা সংক্রমণ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের ২২ মামলা কিশোরগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: ৩০ বাড়িতে ভাংচুর-আগুনএকজন নিহতকিশোরগঞ্জেভয়াবহ সংঘর্ষে