পরকীয়ায় বাধা দেয়ায় স্বামীর লিঙ্গ কেটে দিলেন স্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, মে ১১, ২০২০ অনলাইন ডেস্ক : নওগাঁর ধামইরহাটে স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামীকে অজ্ঞান করে লিঙ্গ কাটার অভিযোগ উঠেছে। শনিবার রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের দেউলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে। আহত ব্যক্তির নাম হারুনুর রশিদ। তিনি বর্তমানে মুমূর্ষু অবস্থায় ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত ব্যক্তি জানিয়েছেন, তার স্ত্রী ফরিদা বেগম (৩৮) এক ব্যক্তির সঙ্গে মোবাইলে কথা বলতেন। বিষয়টি জানতে পেরে স্ত্রীকে নিষেধ করার পরেও পুনরায় ওই ব্যক্তির সঙ্গে মোবাইলে কথা বলায় মাস খানেক আগে স্ত্রীর ফোনটি কেড়ে নেন তিনি। হারুনুর রশিদ জানান, সেই ঘটনার পর থেকে স্বামী-স্ত্রীর দ্বন্দ্ব শুরু হয়। এমন অবস্থায় গতকাল দিবাগত রাতে স্ত্রী ফরিদা বেগম তাকে একাধিকবার রাতের খাবার (পোলাও) খেতে অনুরোধ করেন এবং এক পর্যায়ে বাধ্য করে পোলাও খাইয়ে দেন। এতে তিনি অজ্ঞান হয়ে গেলে ধারালো হাসুয়া দিয়ে তার লিঙ্গ কেটে স্ত্রী পালিয়ে যান। ভুক্তভোগী স্বামী আরও জানান, পরে রাতে তাকে ধামইরহাট হাসপাতালে নিয়ে এলে আংশিক কেটে যাওয়া লিঙ্গে একাধিক সেলাই দেন কর্তব্যরত চিকিৎসক। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় আহতের ভাই হাফেজ উদ্দিন বাদী হয়ে ধামইরহাট থানায় অভিযোগ করেছেন বলেও জানান আহত হারুনুর রশিদ। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাসান সরদার বলেন, ‘স্বামী-স্ত্রী অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে এই ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।’ Share this:FacebookX Related posts: বাগাতিপাড়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩ রাণীনগরে মুজিব জন্মশত বার্ষিকী স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা রাণীনগরে করোনা ভাইরাস সর্তকতায় যুবলীগের সচেতনতামূলক লিফলেট বিতরণ বড়াইগ্রামে বিভিন্ন আয়োজনে মুজিব বর্ষের প্রথম দিন উদযাপিত চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে বনলতা এক্সপ্রেস সাপাহারে স্টার জলসায় ঝরে গেল নুশরাত জাহানের জীবন খাদ্য কর্মকর্তাকে জিম্মি করে মুক্তিপণ দাবি: গ্রেফতার ৭ বগুড়ায় পিকআপ চাপায় নিহত ২ ‘নদী ভাঙ্গন রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে’ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদে বিজিবির ভ্যান, সেলাইমেশিন ও ছাগল বিতরন নওগাঁর পাহাড়পুরে বিশ্ববিদ্যালয় পুনঃ প্রতিষ্ঠার দাবীতে মানববন্ধন বাড়তি ধান-চাল সংরক্ষণ, মিল মালিককে জরিমানা SHARES Matched Content দেশের খবর বিষয়: দেয়ায়পরকীয়ায়বাধাস্ত্রীস্বামীর লিঙ্গ কেটে দিলেন