তক্ষক পাচারের ঘটনায় নওগাঁয় দু’জনের জরিমানা

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, মে ৬, ২০২০

অনলাইন ডেস্ক : ভারতে তক্ষক পাচারের ঘটনায় নওগাঁয় দু’জনকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার রাতে জেলার নীতপুর বিওপির সীমান্ত পিলার ২১৯/১১-আর থেকে আনুমানিক ৭শ গজ বাংলাদেশের অভ্যন্তরে পারঘাট নামক স্থান থেকে তাদের আটক করে বিজিবি।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়। এরা হলেন, সাপাহার উপজেলার করমুডাংগা গ্রামের রেজওয়ান (৪৫) ও খঞ্জনপুর গ্রামের মো. নুর নবী (৩০)।

নওগাঁ-১৬ বিজিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল মঙ্গলবার রাতে জেলার নীতপুর বিওপির সীমান্তের পারঘাট নামক স্থানে অভিযান চালায়। ওই সময় ৭.৫ ইঞ্চি লম্বা, ৪০ গ্রাম ওজনের একটি তক্ষকসহ দু’জনকে আটক করা হয়। তক্ষকটির আনুমানিক বাজার মূল্য ১০ থেকে ১২ হাজার টাকা।

আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্য প্রাণী সংরক্ষণ আইন-২০১২ এর ৩৪ (খ) ধারায় নুর নবীকে ৫ হাজার ও রেজওয়ানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধারকৃত তক্ষকটি পোরশা উপজেলা ম্যাজিষ্ট্রেট এবং বন্য প্রাণিসম্পদ কার্যালয়ের প্রতিনিধির উপস্থিতিতে গানাইর রিজার্ভ ফরেষ্টে অবমুক্ত করা হয়েছে।