গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, মে ৬, ২০২০ অনলাইন ডেস্ক : বকেয়া বেতন, কারখানায় স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা না থাকা ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন গাজীপুরে কয়েকটি পোশাক কারখানা শ্রমিকরা। বুধবার সকাল থেকে গাজীপুরের সাইনবোর্ড, বোর্ডবাজার, কুনিয়া ও মৌচাক তেলিরচালা এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় কয়েকটি স্থানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শিল্প পুলিশ গাজীপুর-২ এর পরিচালক সিদ্দিকুর রহমান জানান, এভা ফ্যাশন লিমিটেড, এম অ্যান্ড ডব্লিউ ফ্যাশন লিমিটেড, এবা ফ্যাশন, বেন্ডু ফ্যাশন লিমিটেড ও বে-ফুটওয়্যার লিমিটেডের শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকাসহ কয়েকটি স্থানে অবরোধ করে বিক্ষোভ করেন। শ্রমিকদের অভিযোগ, গত তিন মাস যাবৎ এম অ্যান্ড ডব্লিউ ফ্যাশন লিমিটেড কর্তৃপক্ষ বকেয়া বেতন দিতে টালবাহানা করছে। কারখানায় কোন প্রকার স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নেই। কাজের পূর্ণ বেতন দেয়ার দাবিতে শ্রমিকরা সকাল থেকে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করতে বাধ্য হয়েছে। মহাসড়ক থেকে সরাতে শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে বেলা ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এবা ফ্যাশন লিমিটেডের মহাব্যবস্থাপক (মানব সম্পদ) আফতাব উদ্দিন আহম্মেদ শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের উদ্দেশ্যে এক নোটিশে উল্লেখ করেছেন, ৫ মে শ্রমিকরা সুনির্দিষ্ট কোন বৈধ আইনগত দাবি না থাকা সত্ত্বেও বেআইনিভাবে উৎপাদন কার্যক্রম বন্ধ রাখেন এবং অন্য সেকশনের কাজ জোরপূর্বক বন্ধ করতে বাধ্য করেন। সকলকে ভয়ভীতি দেখিয়ে কারখানায় অরাজক পরিস্থিতি সৃষ্টি করেন। কারখানা কর্তৃপক্ষ বার বার অনুরোধ করলেও শ্রমিকরা উৎপাদন কাজে যোগ দান করেননি। এ কার্যক্রম অবৈধ ধর্মঘটের শামিল। যে কারণে কর্তৃপক্ষ বাধ্য হয়ে শ্রম আইন ২০০৬ এর ধারা ১৩ (১) অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, শ্রমিকরা শ্রম আইন না মেনে বিক্ষোভ করেছেন। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। Share this:FacebookX Related posts: গাজীপুরে ইজ্জত লুটের আসামি আটক গাজীপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ময়মনসিংহ বিভাগীয় কমিশনার গাজীপুরে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার: ২ মাদক ব্যবসায়ী আটক গাজীপুরে ঘর থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার গাজীপুরে করোনা পরিস্থিতি: নতুন আক্রান্ত ১২৯ অনলাইনে কোরবানীর পশু বিক্রির উদ্যোগ গাজীপুরে গাজীপুরে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু গাজীপুরে কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২ গাজীপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ গাজীপুরে ১১টি অবৈধ ইটভাটায় অভিযান, ৬৬ লাখ টাকা জরিমানা গাজীপুরে অটোরিকশাসহ তিন ছিনতাইকারী আটক গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: গাজীপুরেপোশাকশ্রমিকদের বিক্ষোভ