পঞ্চগড়ে হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিকদের উপহার বিতরণ

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, মে ৫, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় কর্মহীন হয়ে পরা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন এর শতাধিক শ্রমিকদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ জাসদ কেদ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক ও বোদা উপজেলা হোটেল ও রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি এমরান আল আমিন।

৫ এপ্রিল (মঙ্গলবার) পল্লী বিদ্যুৎ সংলগ্ন তার মিল চাতালে সামাজকি দুরত্ব বজায় রেখে উপহার সামগ্রী হিসেবে চাল, সেমাই, চিনি ও নগদ অর্থ শ্রমিকদের মাঝে বিতরণ করেন।

এ সময় বোদা থানার অফিসার ইনচার্জ আবু হায়দার মোঃ আশরাফুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কাসেম উপস্থিত ছিলেন।