পঞ্চগড়েসড়ক দূর্ঘটনায় দুই কারা রক্ষী নিহত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০ অনলাইন ডেস্ক : পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় জেলা কারাগারের দুই কারারক্ষী নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলার পঞ্চগড় সদর উপজেলার রজলী খালপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন-পঞ্চগড় জেলা কারাগারের করারক্ষী দিনাজপুর জেলার পার্বতীপুর নতুন বাজার সোনাপট্টিী এলাকার আব্দুল মোমিনের ছেলে মেহেদী হাসান মুন (২২) ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সত্যেন্দ্র নাথ রায়ের ছেলে উৎপল চন্দ্র রায় (২২)। তারা আটোয়ারী থেকে পঞ্চগড় ফিরছিল। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উৎপলের মোটরসাইকেলে করে তারা আটোয়ারী থেকে পঞ্চগড়ের দিকে ফিরছিল। আটোয়ারী-পঞ্চগড় সড়কের মাগুরা ইউনিয়নের রজলী খালপাড়া এলাকায় একটি বাসকে পাশ কাটিয়ে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পঞ্চগড় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। পঞ্চগড় থানার উপ-পরিদর্শক কাইয়ুম আলী জানান, তাদের সুরতহাল রিপোর্ট সম্পন্ন হয়েছে। ময়না তদন্তের জন্য তাদের লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রাখা হয়েছে। পঞ্চগড় জেলা কারাগারের জেলার মো. শফিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় দুই কারারক্ষী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কেন তারা মোটরসাইকেল নিয়ে বাইরে গেছে তা তিনি বলতে পারছেন না। খোঁজখবর নিয়ে জানাতে পারবেন বলে জানিয়েছেন তিনি। Share this:FacebookX Related posts: পঞ্চগড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত পঞ্চগড়ে ৯০০ বিদেশ ফেরতর মধ্যে হোম কোয়ারেন্টাইনে ৯ জন পঞ্চগড়ে এক পুলিশ সদস্যের করোনা জয় পঞ্চগড়ে শিক্ষানবিশ আইনজীবীদের মানববন্ধন পঞ্চগড়ে করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু পঞ্চগড়ে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত পঞ্চগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক পঞ্চগড়ে প্রায় দু’শতাধিক শিশুর মাঝে ত্রাণ বিতরণ পঞ্চগড়ে জাতীয় শোক দিবস পালিত পঞ্চগড়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক পঞ্চগড়ে সবুজপাতা মোবাইল এ্যাপস এর উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী পঞ্চগড়ে ১০৫৭টি ঘর পেলো ভূমিহীন ও গৃহহীন পরিবার SHARES Matched Content দেশের খবর বিষয়: দুই কারা রক্ষী নিহতপঞ্চগড়েসড়ক দূর্ঘটনায়