বিরামপুরে করোনা সন্দেহে আইসোলেশনে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২০

জাকিরুল ইসলাম, বিরামপুর, (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে করোনাভাইরাস সন্দেহে উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্সে আরো এক জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। তিনি বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে গত সোমবার (২৩ মার্চ) ৮ বছর বয়সের এক শিশুকেও আইসোলেশনে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ওই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এর জ্বর, সর্দি, শ্বাসকষ্ট দেখা দিলে তৎক্ষণাৎ উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী তাকে আইসোলেশনে নিতে এবং তার পরিবারকে হোমকোয়ারেন্টাইনে রাখার নির্দেশ প্রদান করেন।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার যে সকল লক্ষণ রোগীর মধ্যে থাকা দরকার তার প্রায় সব কিছুই আছে মনে হইলে মঙ্গলবার দুপুরেই আমরা তাকে আইসোলেশনে নেবার সিদ্ধান্ত নেয়।

আইসোলেশনে রাখা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও শিশুটি করোনাভাইরাসে আক্রান্ত কিনা সেই জন্য তার নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব বিভাগে পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।

এ নিয়ে বিরামপুর ১ শিশুসহ দুই জন আইসোলেশনে ভর্তি হলেন।এছাড়াও উপজেলায় সর্বমোট ২৬ জনকে হোমকোয়ারেন্টাইনে ভর্তি রয়েছেন।