করোনা নিয়ে গুজব ছড়ানোয় যুবক গ্রেফতার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০ নিজস্ব প্রতিবেদক : কুমিল্লায় করোনা ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।অভিযুক্ত ব্যক্তি কুমিল্লা কোতয়ালী থানার কালিয়াজুরি ভাটপাড়া এলাকার মো. মাহমুদুল হাসান খানের ছেলে বুলবুল আহমেদ বুলবুল (২৮)।শনিবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাব-১১, সিপিসি-২, কুমিল¬ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. মহিতুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেন। র্যাব সূত্র জানায়, র্যাব-১১ কুমিল্লার কোতয়ালী থানাধীন বাটপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি মোবাইলফোনসহ ওই যুবককে গ্রেফতার করে। মোবাইলফোন সেটে ওই আসামি নাজমুল খান নামে ফেসবুক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনাভাইরাস সম্পর্কে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর প্রমাণ পাওয়া যায়। গ্রেফতারকৃত বুলবুল জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক বিভিন্ন ছবি ও পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারসহ উস্কানিমূলক গুজব রটিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এছাড়া করোনাভাইরাস সংক্রমণে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও অপপ্রচারমূলক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করাসহ দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে আসছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কোতয়ালী থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। (বাসস) Share this:FacebookX Related posts: নোয়াখালীতে ১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত লামায় বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু মাটিরাঙ্গায় বন্দুকযুদ্ধে ইউপিডিএফ সন্ত্রাসী নিহত কমলনগরে মৃত দুই শিশুর কেউই করোনা আক্রান্ত ছিলো না রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলিতে ইউপি সদস্য নিহত মিলিটারি পুলিশের হাতে ২৫ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করোনায় অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ছাত্র নেতা করোনায় মারা গেছেন ফেনীর সিভিল সার্জন বর্ষার শুরুতেই কমলনগরে মেঘনার ভয়াবহ ভাঙ্গণ কাঠের নৌকা থেকে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার পাওনা টাকা নিয়ে বিরোধে নিহত ২ দেশ সেরা শিশু সাংবাদিক’র পুরস্কার পেল ফেনীর ইমা SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: করোনা নিয়েগুজব ছড়ানোয়যুবক গ্রেফতার