ময়মনসিংহে আড়াই হাজার প্রবাসীর খোঁজে স্বাস্থ্য বিভাগ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০ অনলাইন ডেস্ক : ময়মনসিংহ জেলায় এবং বিভিন্ন উপজেলায় সব মিলিয়ে বিদেশফেরত ৩০৯ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। তারা প্রত্যেকেই বিদেশফেরত। তাদের শরীরে করোনা ভাইরাসের কোনো লক্ষণ নেই। তবে অতিরিক্ত সতর্কতার কারণে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরই মধ্যে বিদেশফেরত প্রায় তিন হাজার প্রবাসী ময়মনসিংহে নিজেদের এলাকায় আসলেও ৫শ জনের অবস্থান জেলার স্বাস্থ্য বিভাগের কর্মীরা শনাক্ত করতে পেরেছে আর বাকি আড়াই হাজার প্রবাসীর অবস্থান শনাক্তে কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুক্রবার (২০ মার্চ) ময়মনসিংহ সিভিল সার্জন ডা. এবিএম মশিউর আলম এ ব্যাপারে বলেন, ‘সম্প্রতি বিভিন্ন দেশ থেকে ফিরে আসা তিন হাজার প্রবাসীর মধ্যে জেলার ১৩টি উপজেলায় এবং একটি থানায় মিলিয়ে ৩০৯ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে আছেন। তারা প্রত্যেকেই বিদেশফেরত। তাদের শরীরে করোনা ভাইরাসের কোনো লক্ষণ নেই। তবে অতিরিক্ত সতর্কতার কারণে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।’ জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি বিভিন্ন দেশ থেকে ময়মনসিংহ জেলায় ফিরে আসা প্রবাসীদের অবস্থান জানার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি স্ব স্ব এলাকায় সব সময় বিভিন্ন মাধ্যমে যোগাযোগ রাখছেন। তবে কিছু কিছু ক্ষেত্রে স্বাস্থ্য বিভাগ হতাশ হচ্ছে, কারণ বিদেশ ফেরত অনেক প্রবাসীই ভুয়া ঠিকানাও ব্যবহার করেছেন। তারপরও বিভিন্ন দেশ থেকে নিজ নিজ এলাকায় ফিরে আসা তিন হাজার প্রবাসীর মধ্যে প্রায় ৫শ জনের মতো প্রবাসীর অবস্থান জেলার স্বাস্থ্য বিভাগের কর্মীরা শনাক্ত করতে পেরেছে আর বাকি আড়াই হাজার প্রবাসীর অবস্থান শনাক্তে কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফিরে আসা প্রবাসীদের মধ্যে সিংহভাগের অবস্থানই অজানা রয়ে যাওয়ায় বিষয়টি নিয়ে ময়মনসিংহের প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং সচেতন নাগরিকবৃন্দ উৎকণ্ঠায় আছেন। Share this:FacebookX Related posts: ময়মনসিংহে শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে শিক্ষার্থীর মৃত্যু ময়মনসিংহে ৯৯৯-এ খবর পেয়ে শিশু উদ্ধার ময়মনসিংহে গাঁজাসহ গ্রেফতার-১ ময়মনসিংহে ৭০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ গাঁজা ব্যবসায়ী আটক ময়মনসিংহে অসহায় মানুষর মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ ময়মনসিংহে ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খুন ময়মনসিংহে বিদেশী পিস্তল ও গুলি ভর্তি ম্যাগাজিনসহ গ্রেফতার-১ ময়মনসিংহে তিন ভেজাল ওষুধ ব্যবসায়ীর কারাদন্ড ময়মনসিংহে করোনা পরীক্ষা বন্ধ ময়মনসিংহে ৫৮৫ বোতল ফেন্সিডিল, ২৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক ময়মনসিংহে যৌতোকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ ময়মনসিংহে টিসিবির ১৫০ বস্তা চিনি উদ্ধার অবৈধ মজুদদার গ্রেফতার SHARES Matched Content দেশের খবর বিষয়: আড়াই হাজারপ্রবাসীর খোঁজেময়মনসিংহেস্বাস্থ্য বিভাগ