গাইবান্ধায় ৪ পুলিশকে হত্যা: ৭ বছরেও শুরু হয়নি বিচার প্রক্রিয়া দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২০ অনলাইন ডেস্ক : ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি অর্থাৎ আজকের এই দিনে জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদির ফাঁসির রায়কে কেন্দ্র করে গাইবান্ধার সুন্দরগঞ্জে চার পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হয়। এ ঘটনার দীর্ঘ সাত বছর পেরিয়ে গেলেও এখনও শুরু হয়নি বিচার প্রক্রিয়া। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই দিন দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পরপরই গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা রেল স্টেশন, রেলের প্রকৌশলীর অফিস ও গোডাউনে আগুন লাগিয়ে দেয় জামায়াত-শিবিরের কর্মীরা। তারা রেল লাইন উপড়ে ফেলে স্লিপারে আগুন ধরিয়ে দেয়। পুলিশ চেষ্টা করেও পরিস্থিতি নিয়িন্ত্রণে আনতে পারেনি সেইদিন। এসময় হামলাকারীদের আক্রমণে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল বাবলু মিয়া, হজরত আলী, নাজিম উদ্দীন ঘটনাস্থলে নিহত হয়। ওমর আলীকে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান । এছাড়া আহত হয় আরও পাঁচ পুলিশ সদস্য। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের স্বজনরা বলেন, এ ঘটনায় জামায়াত শিবিরের ২৩৫ নেতাকর্মীর বিরদ্ধে সুন্দরগঞ্জ থানায় একাধিক মামলা দায়ের করা হয়। ২০১৭ সালে গাইবান্ধা জেলা ও দায়রা জর্জ আদালতে চার্জশিট দাখিল করা হয়। কিন্তু ঘটনার ৭ বছর পূর্ণ হলেও, বিচার না পেয়ে ক্ষুব্ধ অনেকেই। সরকারি কৌঁসুলি (পিপি) শফিকুল ইসলাম শফিক জানান, মামলাটির দীর্ঘ সূত্রিতার কারণ হলো এটি প্রথমে রাজশাহীতে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য আদেশ দেয়া হয়। কিন্ত আসামি পক্ষ হাইকোর্টের আদেশে মামলাটি যাতে দীর্ঘসময় অতিবাহিত হয়, সেই চেষ্টায় হাইকোর্টের আদেশ নিয়ে আসেন। সে কারণে মামলাটি পরিচালনায় বিলম্ব হচ্ছে। তিনি বলেন, বর্তমানে মামলাটি গাইবান্ধা জেলা জজ আদালতে বিচারাধীন আছে। সাক্ষীর তারিখও নির্ধারণ করা হয়েছে। শিগগিরই মামলাটি বিচারের জন্য আদালতে প্রক্রিয়া শুরু হবে। Share this:FacebookX Related posts: বিরামপুরে ভ্রাম্যমান আদালতে ১৪ জুয়াড়ির কারাদণ্ড গাইবান্ধায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাসুদ গ্রেফতার গাইবান্ধায় শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে মুদির দোকানে যৌন উত্তেজক সিরাপ: চার ব্যাবসায়ীর জরিমানা গাইবান্ধায় সরাসরি কৃষকদের কাছ থেকে ধান চাল ক্রয়ের উদ্বোধন বিরামপুরে ভুয়া এনজিও’র ফাঁদে যুবকরা, শাখা ব্যবস্থাপকের কারাদণ্ড জামাতাকে হত্যার দায়ে শ্বশুরের ফাঁসি, স্ত্রীসহ ৩ জনের যাবজ্জীবন স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড ও সহযোগীকে যাবজ্জীবন পঞ্চগড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ফুলবাড়ীতে বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন শীর্ষক আলোচনা সভা পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ১৩টি ঘরবাড়ি পুড়ে ছাই তথ্য প্রতিমন্ত্রীকে ফেসবুকে কটুক্তি করায় মেয়রের বিরুদ্ধে আইসিটি মামলা SHARES Matched Content আইন আদালত বিষয়: ৪ পুলিশকে হত্যা৭ বছরেও শুরু হয়নিগাইবান্ধায়বিচার প্রক্রিয়া