নোয়াখালীর চরজব্বার থানার ওসি প্রত্যাহার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৫১ অপরাহ্ণ, মে ৫, ২০২৪ নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনের তিন দিন আগে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলামকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর আগে, গত ২৭ এপ্রিল পক্ষপাত এবং দায়িত্বে অবহেলার অভিযোগ এনে ওসির প্রত্যাহার চেয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত-কলম প্রতীকের প্রার্থী এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। রোববার (৫ মে) দুপুরে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে ওসির প্রত্যাহারের এ তথ্য জানানো হয়। জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, চরজব্বর থানার ওসি মো.রফিকুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। হাতিয়ার ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কাওসার আলম ভূঁইয়াকে চরজব্বার থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় স্মারক মূলে ওসি রফিকুল ইসলামকে প্রত্যাহার করে নেওয়া হয়। নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অভিযোগ উঠায় চরজব্বার থানার ওসিকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ৮মে সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান পদের প্রার্থী আতাহার ইশরাক শাবাব চৌধুরী। শাবাব নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর ছেলে। সেখানে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। তিনি লড়ছেন দোয়াত-কলম প্রতীক নিয়ে। Share this:FacebookX Related posts: নোয়াখালীর পুলিশ সুপার চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ পুলিশ সুপার নোয়াখালীর হাতিয়ায় তলিয়ে গেছে ৪ ইউনিয়ন নোয়াখালীর দুই উপজেলায় লকডাউনে কাজ করছেন পুলিশ ও সেনাবাহিনী জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২৩ পেলেন নোয়াখালীর এডিসি নাজিমুল হায়দার দ.আফ্রিকায় নোয়াখালীর ব্যবসায়ীকে গুলি করে হত্যা নোয়াখালীর চাটখিলে ফুটবলে কিক মারায়, সপ্তম শ্রেণির ছাত্রকে পিটিয়ে হত্যা নোয়াখালীর কবিরহাট পৌরসভায় ১৪৪ ধারা জারি নোয়াখালীর ৬ আসনে ৫৫ মনোনয়নপত্র জমা দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা বসন্তের ছোঁয়ায় রঙিন পার্বত্য খাগড়াছড়ি খানাখন্দে ভরা রায়পুর-বিরামপুর সড়ক, দুর্ভোগে ৫০ হাজার মানুষ খুরুস্কুল আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে সেনাপ্রধান SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: ওসি প্রত্যাহারচরজব্বার থানারনোয়াখালীর