ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৪ অনলাইন ডেস্ক : ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে চেক প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত এ আদেশ দেন। এর আগে এ মামলায় তাদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়। এদিন আসামিরা হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৩ মার্চ মামলার বাদি তানভীর হোসেন বিজ্ঞাপন দেখে একটি মোটরসাইকেল কেনা বাবদ দুই লাখ ৪৫ হাজার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করেন। তবে নির্দিষ্ট ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও আসামিরা তা সরবরাহ করতে ব্যর্থ হন।এরপর ১৩ সেপ্টেম্বর ইভ্যালি পণ্যের সমমূল্যের একটা চেক প্রদান করেন। এরপর চেকটি নগদায়নের জন্য একাধিক ব্যাংকে জমা দিলে তা ডিজঅনার হয়। এ বিষয়ে সবশেষ গত বছরের ২২ অক্টোবর তাদের লিগ্যাল নোটিশ পাঠানো হয়। পরবর্তীতে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় শামীমা নাসরিন ও মো. রাসেলের বিরুদ্ধে বাদি মামলা করেন। Share this:FacebookX Related posts: প্রতারণার অভিযোগ স্বীকার করেছেন শাহেদ প্রতারক সাহেদের মামলা তদন্ত করবে র্যাব রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ ২৮ দিনের রিমান্ডে পিকে হালদারসহ ৩৩ জনের বিরুদ্ধে দুদকের ৫ মামলা পাঁচদিনের রিমান্ডে হেফাজত নেতা জুবায়ের আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করার আহ্বান আড়াই বছর পর কারামুক্ত সম্রাট দুই মামলায় স্থায়ী জামিন পেলেন খালেদা জিয়া এনবিআর চেয়ারম্যান নিজেকে কি সম্রাট ভাবেন: হাইকোর্ট সেপ্টেম্বরের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার : আইনমন্ত্রী বাবুল আক্তারের বিরুদ্ধে মামলা চলবে: হাইকোর্ট শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসের ৬ মাসের কারাদণ্ড SHARES Matched Content আইন আদালত বিষয়: ইভ্যালিরগ্রেপ্তারি পরোয়ানারাসেল-শামীমার বিরুদ্ধে