দুই মামলায় স্থায়ী জামিন পেলেন খালেদা জিয়া দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, জুন ১৬, ২০২২ অনলাইন ডেস্ক : মানহানি ও ধর্মীয় বিভেদ সৃষ্টির অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি সাহেদ নূর উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ২০১৪ সালের ২১ অক্টোবর আদালতে নালিশি মামলা করেন। দণ্ডবিধির ১৫৩ (ক) ও ২৯৫ (ক) ধারায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেন এ বি সিদ্দিকী। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতা চান নাই। তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব। জেনারেল জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ায় এ দেশের জনগণ যুদ্ধে নেমেছিল। এ ঘটনায় ২০১৭ সালে ২৫ জানুয়ারি তারিখে এবি সিদ্দিকী বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। এদিকে ২০১৪ সালে পুরান ঢাকায় দর্জিকর্মী বিশ্বজিত হত্যাকাণ্ড নিয়ে খালেদার জিয়ার বক্তব্যকে কেন্দ্র করে ধর্মীয় বিভেদ সৃষ্টির অভিযোগে আরেকটি মামলা করেছিলেন এ বি সিদ্দিকী। এই দুই মামলায় হাইকোর্ট খালেদা জিয়াকে জামিনসহ রুল দিয়েছিলেন। আজ দুই মামলায় স্থায়ী জামিন দিলেন আদালত। Share this:FacebookX Related posts: সরকারের ব্যর্থতায় দেশে ধর্ষণের উৎসব : ফখরুল বিএনপি সংলাপে আসলে তাদের জন্য ভালো হবে: আইনমন্ত্রী সরকারের পদত্যাগ ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি: ফখরুল প্রতারণার অভিযোগ স্বীকার করেছেন শাহেদ রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ ২৮ দিনের রিমান্ডে সাবেক ডিআইজি পার্থের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ পিকে হালদারসহ ৩৩ জনের বিরুদ্ধে দুদকের ৫ মামলা শেষ ধাপের পৌর নির্বাচনে আ.লীগ ২৭, বিএনপি ১ স্বতন্ত্র ২টিতে জয়ী পাঁচদিনের রিমান্ডে হেফাজত নেতা জুবায়ের ফিলিস্তিনকে ৮০ কার্টন ওষুধ দিলো বিএনপি চলন্ত বাসে তরুণীকে ধর্ষণ: একজনের স্বীকারোক্তি, রিমান্ডে ৫ আড়াই বছর পর কারামুক্ত সম্রাট SHARES Matched Content আইন আদালত বিষয়: অধীনেআর কোনো নির্বাচনেই যাচ্ছে নাখালেদা জিয়াদুই মামলায়ফখরুলবিএনপিসরকারেরস্থায়ী জামিন পেলেন