স্বামীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারালেন স্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৪ অনলাইন ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহ সরোয়ার কবীর ও তার স্ত্রী মাসুমা আখতার। এ নির্বাচনে শাহ সরোয়ার কবীর ট্রাক প্রতীকে জয়লাভ করেন। অপরদিকে তার স্ত্রী মাসুমা আখতার ঈগল প্রতীকে ১৬৯ ভোট পেয়ে জামানত হারান। মঙ্গলবার গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। জানা যায়, ওই নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে পাঁচ প্রার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে আব্দুর রশীদ সরকার, জাতীয় সমাজতান্ত্রিক দলের মশাল প্রতীকে গোলাম মারুফ মনা, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকে জিয়া জামান খান, ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শাহ সরোয়ার কবীর ও তার স্ত্রী মাসুমা আখতার ঈগল প্রতীকে লড়ছিলেন। এর আগে জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করলেও পরবর্তী আওয়ামী লীগ-জাতীয় পার্টির সমঝোতায় তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এদিকে, রোববার ওই নির্বাচনের বেসরকারি ফলাফলে শাহ সরোয়ার কবীর ট্রাক প্রতীকে ৬৪ হাজার ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বিতা আব্দুর রশীদ সরকার লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৩৭ ভোট। গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী নাহিদ রসুল বলেন, নির্বাচন কমিশনের বিধিমালা অনুয়ায়ী ভোট কাস্টিংয়ের আট ভাগের একভাগে ভোট কম পাওয়ায় গাইবান্ধা-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী গোলাম মারুফ মনা, জিয়া জামান খান ও নবনির্বাচিত এমপি শাহ সরোয়ার কবীরের স্ত্রী মাসুমা আখতারের জামানত বাজেয়াপ্ত করা হয়। Share this:FacebookX Related posts: বিয়েবাড়ি থেকে ফেরার পথে নৌকাডুবি : কনের বাবাসহ ৪ জনের মৃত্যু উলিপুরে আঠার মাসের শিশুসহ দুই সহোদর করোনা আক্রান্ত বাজার করতে গিয়ে পঞ্চগড়ে স্কুল শিক্ষক করোনায় আক্রান্ত পঞ্চগড়ে মাল্টা চাষে আগ্রহী হচ্ছে কৃষকরা পঞ্চগড়ে আব্দুর রহিমের লেখা ৩টি বইয়ের মোড়ক উন্মোচন পঞ্চগড়ে প্রাণোচ্ছ্বাস ডুসাপ অক্সিজেন ব্যাংক এর শুভ উদ্বোধন বিরামপুর মুক্ত দিবস পালিত সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-শাড়ি উদ্ধার, আটক ১ সরিষা ফুলের মৌ মৌ গন্ধে মুখরিত পঞ্চগড়ের সর্ষে ক্ষেত উলিপুরে আওয়ামী লীগের মো. মামুন সরকার মিঠু নির্বাচিত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু প্রিয় ফরিদ স্যার আর নেই SHARES Matched Content দেশের খবর বিষয়: জামানত হারালেন স্ত্রীপ্রতিদ্বন্দ্বিতা করেস্বামীর সঙ্গে