প্রিয় ফরিদ স্যার আর নেই

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২২

এন এ রবিউল হাসান লিটন পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের মরহুম ডাঃ দবিরউদ্দীন আহন্মদের ২য় পুত্র ভজনপুর বেগম ফখরুন্নেসা ফাযিল মাদরাসা সহকারী অধ্যাপক, দেবনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সকলের প্রিয় ফরিদউদ্দীন আহম্মদ ফরিদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ১২ জুলাই রাত ১টায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ)। মৃত্যু কালে তাঁর বয়স ছিলো ৫৫ বছর। মৃত্যু কালে মা, বড় ভাই স্ত্রীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রপতি (ভারপ্রাপ্ত), সাবেক স্পিকার ও সাবেক আইন ও শিক্ষা মন্ত্রী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, তেঁতুলিয়া উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, দেবনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ছলেমান আলী ফরিদউদ্দীন আহম্মদ ফরিদের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ১২ জুলাই বিকাল ৪টায় দেবনগ বাজারে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।