বিরামপুর মুক্ত দিবস পালিত

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০

অনলাইন ডেস্ক : নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের বিরামপুর মুক্ত দিবস পালিত হয়েছে।রোববার সকালে বিরামপুরের ঢাকামোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়।

বিরামপুর প্রেস ক্লাব আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, সহকারী পুলিশ সুপার মিথুন সরকার, বীর মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার হবিবর রহমান, মুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ, ওসি মনিরুজ্জামান, সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোসফিকুর রহমান, দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন, প্রেস ক্লাবের সভাপতি শাহীনুর আলম, সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান, নিউজ ডায়েরির সম্পাদক মাহমুদুল হক মানিক প্রমূখ।

মহান মুক্তিযুদ্ধে উপজেলার ২০ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন, পঙ্গু হন দু’জন এবং মারাত্মক ভাবে আহত হন ১৩ জন।

বিরামপুরের কেটরাহাটে লোমহর্ষক ও সম্মুখ যুদ্ধে ৭ জন পাকিস্তানী পাকহানাদার বাহিনী এবং ১৬ জন বীর মুক্তিযোদ্ধা মারা যাওয়ার পর ০৬ ডিসেম্বর বিরামপুর শত্রু মুক্ত করে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়।