গফরগাঁওয়ে ফাহমী গোলন্দাজের নির্বাচনী পথসভায় জনস্রোত

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৩

অনলাইন ডেস্ক : নিজ নির্বাচনী এলাকা গফরগাঁওয়ের প্রতিটা ইউনিয়নে পথসভা ,গনসংযোগ ও উঠান বৈঠক করে ভোটারদের সঙ্গে দেখা করতে মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেল এমপি।

প্রতিদিন একাধীক পথসভায় অংশ নিচ্ছেন। যেখানেই তিনি যাচ্ছেন সেই এলাকা জনস্রোতে পরিণত হচ্ছে। তার পেছনে ছুটছে হাজার হাজার ভক্ত ও নৌকার সমর্থকরা।

উপজেলার পাইথল এলাকার ভোটার আব্দুল মজিদ বলেন, ফাহমী গোলন্দাজের আগমনে গয়েশপুর ডিগ্রি কলেজ মাঠ ও আশপাশ এলাকা জনসমুদ্রে পরিণত হচ্ছে। তিনি যেন হ্যামিলনের বাঁশিওয়ালাকেও হার মানিয়েছেন।

শনিবার বিকেলে পাইথল আওয়ামীলীগ আয়োজিত কাওরাইদ গয়েশপুর ডিগ্রি কলেজ মাঠে নারী ভোটারদের নিয়ে পথসভা করেন। পাইথল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ঢালীর সভাপতিত্বে পথসভায় নৌকার পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখেন ময়মনসিংহ-১০গফরগাঁও সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেল এমপি।

এসময় তিনি উপস্থিত মা-বোনদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আওয়ামীলীগের ডাকে নৌকার প্রার্থীর সমর্থনে হাজার হাজার ভোটারের অভূতপূর্ব সাড়া পেয়ে আমি আজীবন আপনাদের কাছে ঋণী হয়ে থাকব।

শেখ হাসিনা আমাকে তৃতীয়বার নৌকার মনোনয়ন দিয়েছেন, সেজন্য গফরগাঁওয়ের নৌকাপাগল মানুষের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সেবার জন্য আবারও নৌকায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রীকে এই আসনটি উপহার দিবেন।

নির্বাচন বানচালে বিএনপির অগ্নিসন্ত্রাসের সমালোচনা করে তিনি আরো বলেন, মানুষকে হত্যা করে জানমালের ক্ষয়ক্ষতি করে রাজনীতির অধিকার হারিয়ে বিএনপি আজ ডাস্টবিনে চলে গেছে। পথসভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল,পাইথল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন ঢালী প্রমুখ।

এছাড়াও স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ বক্তব্য রাখেন ।