গফরগাঁওয়ে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২০

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে চার শতাধিক হতদরিদ্র-শ্রমজীবি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার পৌর শহরের ৬ নং ওয়ার্ডে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, দুই কেজি ডাল, একটি সাবান ও আধা কেজি লবন বিতরণ করা হয়।

মেসার্স রাজ্জাক এন্ড সন্সের অর্থায়নে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম সুজন, মানিক, শাহজাদা সেলিম, আওয়ামী লীগ নেতা আমান, মনজুরুল হক, মীর মাহবুব আলম রানা প্রমূখ।

সারাদেশের ন্যায় করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের দেয়া নির্দেশনা মানতে গিয়ে পৌর শহরের শ্রমজীবী মানুষ বেকার হয়ে পড়েছেন। খাদ্য সংকট দূরীকরণে এসব শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।