দীঘিনালায় নৌকার ভরাডুবি

প্রকাশিত: ২:৫৫ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২৩

আব্দুর রহিম, খাগড়াছড়ি : প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে, পার্বত্য খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৫নং বাবুছড়া ইউপি নির্বাচন।

১৭ জুলাই (সোমবার) সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হওয়া বাবুছড়া ইউপি নির্বাচনে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৫নং বাবুছড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর ভরাডুবি হয়েছে।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, দীঘিনালার ৫নং বাবুছড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী গগণ বিকাশ চাকমা (চশমা প্রতীকে) ৩২৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দীপুলাক্ষ চাকমা (আনারস প্রতীকে) পেয়েছেন ২৯৪৯ ভোট, ঢোল প্রতীকে ১৩৬৯ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন বর্তমান চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা, অটোরিক্সা প্রতীকে ১০৬৮ ভোট পেয়ে চতুর্থ স্থানে আছেন অলকেশ চাকমা, ঘোড়া প্রতীকে ১০৫২ ভোট পেয়ে পঞ্চম স্থানে আছেন নিউটন চাকমা, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ১৯৭ ভোট পেয়ে ষষ্ঠ স্থানে আছেন অনুপম চাকমা।